রামমন্দির নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি, অভিযোগ যোগীর মন্ত্রীর

লখনউ: রামমন্দির নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি কে তীব্র আক্রমণ করলেন তাঁরই মন্ত্রিসভার সদস্য ওমপ্রকাশ রাজভর। এদিন বালিয়াতে তিনি বলেন, রামমন্দির নিয়ে আদিত্যনাথ দেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন। কেন্দ্র এবং রাজ্যে বিজেপি র সরকার রয়েছে। কে তাদের রামমন্দির নির্মাণে বাধা দিয়েছিল? একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে আদিত্যনাথ দাবি করেছিলেন চব্বিশ ঘণ্টার মধ্যে রামমন্দির সমস্যার

রামমন্দির নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি, অভিযোগ যোগীর মন্ত্রীর

লখনউ: রামমন্দির নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি কে তীব্র আক্রমণ করলেন তাঁরই মন্ত্রিসভার সদস্য ওমপ্রকাশ রাজভর। এদিন বালিয়াতে তিনি বলেন, রামমন্দির নিয়ে আদিত্যনাথ দেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন। কেন্দ্র এবং রাজ্যে বিজেপি র সরকার রয়েছে।

কে তাদের রামমন্দির নির্মাণে বাধা দিয়েছিল? একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে আদিত্যনাথ দাবি করেছিলেন চব্বিশ ঘণ্টার মধ্যে রামমন্দির সমস্যার সমাধান করে দেওয়া যায়। এই প্রসঙ্গেই রাজভর কটাক্ষ করে বলেছেন, গত পাঁচ বছর ধরে বিজেপি ক্ষমতায় রয়েছে, এই সময়ের মধ্যে তারা মন্দির বানাতে পারল না। এখন মুখ্যমন্ত্রী ২৪ঘণ্টার কথা শোনাচ্ছেন। রাজভর এদিন একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, ২৪ ফেব্রুয়ারি বিজেপি র সঙ্গে তার দলের জোটের শেষদিন। বিজেপি পিছিয়ে পড়া অংশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে সরাসরি অভিযোগ করেছেন যোগীর মন্ত্রী। অনগ্রসর এবং নিপীড়িত অংশ আগামী লোকসভা ভোটে সমাজবাদী পার্টি-বিএসপি জোটকেই সমর্থন করবে বলে তিনি মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + seven =