বারাণসী, অযোধ্যা, মথুরায় হার! উত্তরপ্রদেশ পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী বিজেপি

বারাণসী, অযোধ্যা, মথুরায় হার! উত্তরপ্রদেশ পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী বিজেপি

লখনউ: বিজেপির তাহলে কি খারাপ সময় শুরু হয়ে গেল? এমন জায়গায় তারা নির্বাচন হারছে যেটা কার্যত অপ্রত্যাশিত। উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে এককথায় ধরাশায়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। নিজেদের মাটি শক্ত করেছে সমাজবাদী পার্টি থেকে শুরু করে আম আদমি পার্টি। এদিকে হিন্দুদের ‘গড়’ বারাণসী, অযোধ্যায় হেরে গিয়েছে বিজেপি! অবাক করার মতো শুনতে লাগলেও এটাই সত্যি। ‌

সদ্য পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ পেয়েছে যেখানে দেখা গিয়েছে তিনটি বড় রাজ্যে হেরেছে ভারতীয় জনতা পার্টি। অসম এবং পুদুচেরিতে জিতলেও, কেরল, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে ধরাশায়ী হয়েছে তারা। এরপর উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে নিজেদের শক্তিশালী অঞ্চলের হার স্বীকার করতে হয়েছে তাদের। বিশেষজ্ঞদের মতে, আগামী বছরেই রয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন, তার আগে পঞ্চায়েত নির্বাচনে এই ভাবে বিজেপির হার অবশ্যই তাদের দলকে গভীর চিন্তায় ফেলে দিয়েছে। মোটামুটি যে ফল উঠে আসছে তাকে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন কেন্দ্র বারাণসী, ‘রাম জন্মভূমি’ অযোধ্যা এবং শ্রীকৃষ্ণের মথুরা জেলা পঞ্চায়েতে বিজেপি হেরে গিয়েছে। বারাণসী ও অযোধ্যায় সমাজবাদী পার্টি এবং মথুরায় সদ্যপ্রয়াত অজিত সিংহের দল আরএলডি সবচেয়ে বেশি আসনে জিতেছে।

এদিকে, ৭৫টি জেলা পঞ্চায়েতের ৩০৫০টি আসনের মধ্যে সঙ্গীদের নিয়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ১০০০ আসন পেরিয়েছে। বিএসপি প্রায় ৩১৫ এবং কংগ্রেস ১২৫টির মত আসনে জিতেছে। রাষ্ট্রীয় লোকদল এবং আম আদমি পার্টি পেয়েছে প্রায় ৭০টি করে আসন। রায়বরেলীর জেলা পঞ্চায়েতের ৫২টি আসনের মধ্যে সমাজবাদী পার্টি ১৪, কংগ্রেস ১০ এবং বিজেপি-৯টি আসনে জিতেছে। বাকিগুলি গিয়েছে নির্দলদের দখলে। তবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জেলা গোরক্ষপুরে বিজেপির ফল তুলনামূলক ভালো। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *