নয়াদিল্লি: তাঁকে ঘিরে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা৷ শোনা যাচ্ছিল, কংগ্রেসে নাম লেখাতে পারেন বড়পর্দা কাঁপানো হরিয়ানার লোকসঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী৷ কিন্তু, লোকসভা ভোটের মুখে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলে স্বপ্না৷ জানিয়ে দেন, তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না৷ এবার, আগের অবস্থান বদলে এবার বিজেপিতে নাম লেখালেন স্বপ্না৷
এদিন বিজেপিতে নাম লিখিয়ে স্বপ্না জানান, নরেন্দ্র মোদির সরকার যেভাবে দেশের বিকাশে গুরুত্ব দিয়েছেন, তাতে তিনি আপ্লুত৷ তিনি চান, বিজেপিতে নাম লিখিয়ে মোদির হাত শক্ত করতে৷ স্বপ্না চৌধুরি নামটি বাঙালি সঙ্গীতপ্রেমীদের কাছে তেমন পরিচিত না হলেও হরিয়ানায় তাঁর ভক্তের সংখ্যা কম নয়। তিনি গায়িকা এবং নর্তকী হিসেবে হরিয়ানায় প্রসিদ্ধ। ২০১৬ সালে ৪ সেপ্টেম্বর তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেই নিয়ে হইচই কম হয়নি৷ এবার সেই স্বপ্না যোগ দিলেন বিজেপিতে৷
Haryanavi dancer Sapna Chaudhary joins Bharatiya Janata Party at the party’s membership drive program in Delhi. pic.twitter.com/G9jmj0tOrt
— ANI (@ANI) July 7, 2019
এর আগে সাংবাদিক বৈঠক ডেকে স্বপ্না সাফ জানিয়ে দেন, তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন না৷ স্বপ্না বলেছেন, ‘‘আমি সব দলের মানুষের সঙ্গে যোগাযোগ রাখি৷ আমি একজন শিল্পী। আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না৷ যদি রাজনীতিতে যোগ দিই, তাহলে প্রকাশ্যে তা জানাব’’ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তাঁর ছবির প্রসঙ্গে স্বপ্না বলেন, ‘‘আমি কংগ্রেসে যোগ দিইনি। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আমার ছবিটি পুরনো। আমি বহুবার প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে মিলিত হয়েছি। তিনি খুব ভালো। তবে আমি কোনও দলের হয়ে প্রচারে যাচ্ছি না৷’’