হ্যাকারের কবলে BJP-র ওয়েবসাইট! তদন্ত শুরু পুলিশ

নয়াদিল্লি: বিজেপির নিজস্ব ওয়েবসাইট হ্যাক! রাজধানীর সাইবার ক্রাইম থানায় দায়ের অভিযোগ৷ কে বা কারা এই কাজ ঘটনা, তা এখনও স্পষ্ট নয়৷ আদৌ হ্যাক হয়েছে কি না তাও পরিস্কার নয়৷ আপাতত বিজেপির কেন্দ্রীয় ওয়েবসাইটি নিস্ক্রিয় করে রাখা হয়েছে৷ সাইট আগের অবস্থায় ফিরিয়ে আনতে চলছে কাজ৷ সার্ভার সংক্রান্ত কোনও সমস্যা ছিল কি না, তাও খতিয়ে দেখার কাজ

হ্যাকারের কবলে BJP-র ওয়েবসাইট! তদন্ত শুরু পুলিশ

নয়াদিল্লি: বিজেপির নিজস্ব ওয়েবসাইট হ্যাক! রাজধানীর সাইবার ক্রাইম থানায় দায়ের অভিযোগ৷ কে বা কারা এই কাজ ঘটনা, তা এখনও স্পষ্ট নয়৷ আদৌ হ্যাক হয়েছে কি না তাও পরিস্কার নয়৷ আপাতত বিজেপির কেন্দ্রীয় ওয়েবসাইটি নিস্ক্রিয় করে রাখা হয়েছে৷ সাইট আগের অবস্থায় ফিরিয়ে আনতে চলছে কাজ৷ সার্ভার সংক্রান্ত কোনও সমস্যা ছিল কি না, তাও খতিয়ে দেখার কাজ চলছে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − three =