১ দিন থেকে ৫ বছর! ত্রিপুরায় বদলে গেল বিধায়কদের পেনশনের নিয়ম, তীব্র কটাক্ষ তৃণমূলের

১ দিন থেকে ৫ বছর! ত্রিপুরায় বদলে গেল বিধায়কদের পেনশনের নিয়ম, তীব্র কটাক্ষ তৃণমূলের

 

আগরতলা: ত্রিপুরায় প্রাক্তন বিধায়কদের পেনশন ও অন্যান্য ভাতা সংক্রান্ত সরকারি নিয়মে বড় পরিবর্তন আনলেন বিপ্লব দেব। নয়া নিয়ম অনুযায়ী পাঁচ বছরের মেয়াদ পূর্ণ না করলে আর মিলবে না পেনশন। প্রসঙ্গত, মানিক সরকারের আমলে বিধায়কদের অবসরকালীন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য কমপক্ষে ৪ বছর পদে থাকতে হত। কিন্তু ক্ষমতার এসেই বিপ্লব দেবের বিজেপি সরকার সেই নিয়ম বদলে এক দিন করে দিয়েছিল। সেই নিয়মে ফের বদল আনল তাঁরা৷ যার জন্য কটাক্ষ করতে ছাড়ল না  তৃণমূল।

আরও পড়ুন- বাড়ল দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা! দেশের অ্যাকটিভ কেসে স্বস্তি

মঙ্গলবার সন্ধ্যায় ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিধায়করা যাতে নিজের কাজের প্রতি আরও দায়িত্বশীল হয়ে ওঠেন সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘এখন থেকে সমস্ত বিধায়ককের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। আগামীদিনে যাঁরা ভোটে জিতে বিধায়ক হবেন, তাঁদের পেনশন এবং অন্যান্য ভাতার ক্ষেত্রেও এই নিয়ম বাধ্যতামূলক হবে।’’

বিপ্লব সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে রবিবারই আগরতলার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তাঁৎ উপস্থিতিতে দলে যোগ দেন বিজেপি বিধায়ক আশিস দাস। রাজনীতির কারবারিরা বলছেন, দলের ভাঙন রুখতেই কি এই নীতি পরিবর্তন? কুণাল ঘোষ অবশ্য কটাক্ষ করে বলেন, ‘‘তৃণমূলের পদক্ষেপে দিশেহারা ত্রিপুরা বিজেপি। সে কারণেই বিধায়কদের উপর এ ভাবে চাপ তৈরি করা হচ্ছে৷ তবে আমরা বিধায়ক ভাঙিয়ে সরকার গড়ব না। মানুষের সমর্থন নিয়ে ক’দিন পর  ত্রিপুরায় ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। আমাদের উত্থানে বিপ্লব দেব সরকারের থরহরি কম্পমান। যত দিন যাবে তত ভয় বাড়বে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 6 =