নয়াদিল্লি: এটা পরিষ্কার যে বিজেপির চলে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। রবিবার নিজের ভোটাধিকার প্রয়োগ করে এমনই জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরা।
পাশাপাশি, বিজেপির প্রতি দেশবাসী ‘ক্ষুব্ধ ও হতাশ’ দাবি করে তিনি বলেছেন, ভোটদানের মাধ্যমে সেই মনোভাব ব্যক্ত করবেন জনতা। একইসঙ্গে, প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, উনি ভোটে বিদ্বেষ ছড়ান। আমি ভালোবেসে ভোট চাই।
দেশজুড়ে ষষ্ঠ দফার নির্বাচনের সঙ্গে রবিবার ভোটগ্রহণ হয় দিল্লির সাত কেন্দ্রেও। ভোটাধিকার প্রয়োগ করেন প্রিয়াঙ্কা। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দেশবাসী ক্ষুব্ধ। তাঁরা হতাশায় ডুবে রয়েছেন। বাস্তব পরিস্থিতি নিয়ে কথা না বলে মোদিজি লক্ষ্যহীনভাবে কথা বলেন। আর তাই দেশের জনগণ ভোটের মাধ্যমে সরকারের বিরুদ্ধে সেই ক্ষোভ উগরে দেবেন।’ এই চিত্র বিশেষ করে উত্তরপ্রদেশের ক্ষেত্রে দেখা গিয়েছে বলেও জানিয়েছেন সে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এই নেত্রী।