মুম্বই: সুপ্রিম কোর্টের রায়ের ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল মহারাষ্ট্রের মহানাটকের চিত্রনাট্য৷ পরাজয় নিশ্চিত জেনে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পর মুখ্যমন্ত্রী ছাড়লেন ‘তিন দিনে’র দেবেন্দ্র ফড়নবীশ৷
সাংবাদিক বৈঠক করে ফড়নবীশ জানিয়েছেন, অজিত ইস্তফা দেওয়ার কারণে বিজেরির হাতে সংখ্যাগরিষ্ঠতা নেই৷ ফলে, মুখ্যমন্ত্রীর চেয়ারে থেকে আর কী হবে! ফলে, পদত্যাগ করার ঘোষণা করেন ‘তিন দিনে’র মুখ্যমন্ত্রী৷ রাজভবনে গিয়ে ইতিমধ্যেই তাঁক ইস্তফাপত্র তুলে দিয়ে এসেছেন৷ সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘‘আমরা ঘোড়া কেনাবেচা কেন করতে যাব৷ এটা আমাদের সংস্কৃতি নয়৷ আমরা বিরোধী আসনে বসে কাজ করব৷’’
এর আগে আজ দুপুরেই উপ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অজিত পাওয়ার৷ সুপ্রিম রায়ের পর অজিতের সঙ্গে বৈঠক করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ সেখানেই বরফ গেলে বলে সূত্রের খবর৷
আজ দেশের শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, আগামিকাল বুধবার বিকেল পাঁচটার মধ্যে বিধায়কদের শপথ নেওয়ার পর মহারাষ্ট্রে আস্থা ভোট নেওয়া হবে৷ সেখানে শক্তি পরীক্ষা দিতে হবে বিজেপি সরকারকে৷ প্রোটেম স্পিকার নিযুক্ত করতে শক্তি পরীক্ষা দিতে হবে প্রকাশ্যেই৷ তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশের পর মানেমানে পদত্যাগ করে বিজেপি বুঝে দিল, গায়ের জোরে আর যাই হোক, সরকার টিকিয়ে রাখা যায় না৷ মত পর্যবেক্ষক মহলের৷