গাড়ির উপর তৈরি হচ্ছে বিস্কুট! কীভাবে জানেন?

নয়াদিল্লি : বৃষ্টিরই সময় অথচ তাঁর কোনো দেখাই নেই।এরকম রুক্ষ-শুক্ষ আবহাওয়ায় সারা দেশ জ্বলে পুড়ে যাচ্ছে।মাঝেমধ্যে একদুইদিন বৃষ্টি হলেও সেই ঠান্ডাভাব চলে যেতে সময় লাগছে মাত্র কয়েক সেকেন্ড। গরমে মানুষ হাঁসফাঁস করছে।তবে শুধু আমাদের দেশেই নয়, এউ.এস-এও এই একই অবস্থা। তার প্রমাণ পাওয়া গেল একটি ভাইরাল ট্যুইটে। ট্যুইটটিতে দেখা গেল কয়েকটি ছবি। তাতে গাড়ির ভিতরে

গাড়ির উপর তৈরি হচ্ছে বিস্কুট! কীভাবে জানেন?

নয়াদিল্লি : বৃষ্টিরই সময় অথচ তাঁর কোনো দেখাই নেই।এরকম রুক্ষ-শুক্ষ আবহাওয়ায় সারা দেশ জ্বলে পুড়ে যাচ্ছে।মাঝেমধ্যে একদুইদিন বৃষ্টি হলেও সেই ঠান্ডাভাব চলে যেতে সময় লাগছে মাত্র কয়েক সেকেন্ড। গরমে মানুষ হাঁসফাঁস করছে।তবে শুধু আমাদের দেশেই নয়, এউ.এস-এও এই একই অবস্থা। তার প্রমাণ পাওয়া গেল একটি ভাইরাল ট্যুইটে। ট্যুইটটিতে দেখা গেল কয়েকটি ছবি। তাতে গাড়ির ভিতরে দেখা মিলল ট্রে-তে বসানো বেশ কয়েকটি নরম বিস্কুটের।যা আস্তে আস্তে রোদের তাপে ফুলে উঠছে,

অর্থাৎ রীতিমত বিস্কুটগুলি তৈরি হয়ে যাচ্ছে রোদের তাপে। যার ক্যাপশনে লেখা, বিস্কুট তৈরির জন্য আলাদা করে ওভেনের কি দরকার? আমরা নিজেরাই তো ওভেনেই খাকি। গরমে নাজেহাল সারা পৃথিবীর মানুষ। গ্লোবাল ওয়ার্মিং-এ দায়ী মানুষেরাই এবার তাদের কৃতকর্মের ফল ফিরে পাচ্ছে। ঘটনাটি দেখে হাসি পেলেও আসলে কিন্তু বেশ ভাবার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − three =