বীরসা মুণ্ডর জন্ম দিবসে পালিত হবে জনজাতি গৌরব দিবস: রাষ্ট্রপতি

বীরসা মুণ্ডর জন্ম দিবসে পালিত হবে জনজাতি গৌরব দিবস: রাষ্ট্রপতি

নয়াদিল্লি: সংসদের বাজেট অধিবেশনের আগে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ৷ তিনি জানান, বীরসা মুণ্ডর প্রতি শ্রাদ্ধাঞ্জলী স্বরূপ ১৫ নভেম্বর তাঁর জন্ম দিবসকে জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ বীরসা মুণ্ডা ছিলেন একজন সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী৷ তৎকালীন ব্রিটিশ সরকারের অত্যাচার-অবিচারে ক্ষুব্ধ হয়ে আদিবাসী মুন্ডদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেছিলেন৷ বিদ্রোহীদের কাছে তিনি বীরসা ভগবান নামে পরিচিত ছিলেন৷ ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ার পর তাঁকে ফাঁসির সাজা শোনানো হয়৷ কিন্তু ফাঁসির আগের দিন জেলে বিষ মেশানো খাবার খেয় মৃত্যু হয় বীরসা মুণ্ডার৷ 

আরও পড়ুন- সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রে এগিয়ে চলেছে দেশ : রাষ্ট্রপতি

উল্লেখ্য, বীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে আগেই ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে বীরসা মুন্ডার মূর্তি নিয়ে বিভ্রাটে পড়েছিল বিজেপি৷ প্রচারে এসে বাঁকুড়ার পুয়াবাগানে বীরসা মুন্ডার মুর্তিতে মালা পরান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ কিন্তু ওই মূর্তিটি বীরস মুন্ডার নয় বলে দাবি ওঠে৷ বলা হয়, পুরুলিয়া-বাঁকুড়ার সৌন্দর্য্যায়নে ওই মূর্তিটি বসানো হয়েছিল৷ সেই সময় আদিবাসী সমাজকে অপমানের অভিযোগে বিক্ষোভও হয়েছিল৷ এবার সংসদ ভবনে দাঁড়িয়ে বীরসা মুন্ডার জন্মদিন পালন করার কথা ঘোষণা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − three =