নয়াদিল্লি: বছর খানেকের বেশি সময় ধরে যে করোনা ভাইরাসের প্রকোপ বিপর্যস্ত করেছিল মানুষের জীবন, ভ্যাকসিনের আবিষ্কারের সঙ্গে সঙ্গে তাঁর বাড়বাড়ন্ত খানিক কমেছে। কিন্তু করোনায় স্বস্তি মিললেও ২০২১-এর শুরুতেই দেখা দিয়েছে নতুন উদ্বেগ। দেশ জুড়ে পোলট্রি পাখিদের মাঝে বার্ড ফ্লু সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এই সংক্রমণ নিঃসন্দেহে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে পোলট্রি ব্যবসায়ীদের কপালে।
এখনও পর্যন্ত ভারতের মোট ৯টি দেশে পোলট্রি পাখিদের মধ্যে বার্ড ফ্লু সংক্রামিত হয়েছে, এদিন এমনটাই জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এই ৯ দেশের মধ্যে রয়েছে কেরালা, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, উত্তরাখণ্ড, গুজরাট, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব। তবে শুধুমাত্র পোলট্রি নয়, বার্ড ফ্লু সংক্রামিত হয়েছে পরিযায়ী পাখি, কাক জাতীয় পাখি এবং অন্যান্য বন্য পাখিদের মধ্যেও। মোট ১২ টি রাজ্যে পোলট্রি ছাড়াও অন্যান্য পাখিদের মধ্যে ভাইরাসের সংক্রমণ দেখা গেছে বলে জানিয়েছে কেন্দ্র।
এদিন একটি বিবৃতির মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, “২০২১ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত পোলট্রি পাখিদের মধ্যে বার্ড ফ্লু সংক্রমণের খবর দেশের ৯টি রাজ্য থেকে নিশ্চিত করা হয়েছে।” এছাড়া, মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, ছত্তিসগড়, হিমাচল প্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, রাজস্থান, জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবে পোলট্রি ছাড়াও অন্যান্য পাখিদের মধ্যে সংক্রামিত হয়েছে বার্ড ফ্লু।
তবে কেন্দ্রীয় বিবৃতি অনুযায়ী, রুদ্রপ্রয়াগ, রাজস্থান, উত্তরাখণ্ডের কিছু কিছু এলাকা থেকে আসা কাক পায়রা প্রভৃতির নমুনায় বার্ড ফ্লু পাওয়া যায় নি। বর্তমানে রাজ্যগুলিতে জীবানুমুক্ত করণের কর্মসূচী পালিত হচ্ছে। শুধু তাই নয়, যে সমস্ত পোলট্রি ব্যবসায়ী বার্ড ফ্লু সংক্রমণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকারের তরফ থেকে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। এ ব্যাপারে কেন্দ্রের তরফে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ৫০:৫০ শতাংশের অনুপাতে অনুদান দেওয়া হয়।
জানা গেছে, প্রতিটি রাজ্য থেকেই নিয়মিত বার্ড ফ্লু সংক্রমণ সংক্রান্ত আপডেট পাঠানো হচ্ছে কেন্দ্রের কাছে। এছাড়া এবিষয়ে জনগণের মধ্যে সচেতনতার প্রচারও চালানো হচ্ছে, বিশেষত সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাস নাগাদ ভারত নিজেকে বার্ড ফ্লু মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু সেই ঘোষণার মাত্র ৩ মাসের মধ্যেই ফের সংক্রমণের খবর পাওয়া যায়, যা এখন বিভিন্ন রাজ্যে রীতিমতো মহামারীর আকার নিয়েছে।