মুম্বই: একে করোনায় রক্ষে নেই, দোসর বার্ড ফ্লু৷ বিহারের পর মহারাষ্ট্রে দেখা মিলল H5N1-এর মতো ভয়ঙ্কর ভাইরাসের৷ ক্ষতিকারক ভাইরাসের প্রভাব রুখতে ২৫ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন৷ মহারাষ্ট্রের থানের শাহপুর তাহসিলের অন্তর্গত ভেহলি গ্রামে আচমকাই ১০০ মুরগির মৃত্যুর পর নড়ে চড়ে বসে প্রশাসন৷
আরও পড়ুন- হিজাব ইস্যুতে তসলিমার মত, ‘ঘৃণার প্রতীক’ লেখিকাকে ধুয়ে দিলেন ওয়েইসি
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, একসঙ্গে ১০০ মুরগির মৃত্যুর পরেই থানের জেলাশাসক রাজেশ জে নার্ভেকর জেলার পশুপালন বিভাগের সঙ্গে কথা বলেন এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ২৫ হাজার মুরগিকে মেরে ফেলার নির্দেশ দেন৷ আগামী কয়েকদিনের মধ্যেই তাদের মেরে ফেলা হবে৷ এদিকে, মৃত পাখির নমুনা পরীক্ষা করে পুণের ল্যাবরেটরি জানিয়েছে, মরগি মৃত্যুর কারণ বার্ড ফ্লু৷ সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই কালিংয়ের নির্দেশ দেয় প্রশাসন। ওই পোলট্রি ফার্মের এক কিলোমিটারের মধ্যে যে কটি ফার্ম রয়েছে, সব কটি মিলিয়ে প্রায় ২৫ হাজার মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বিহারে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা গিয়েছিল বিহারের একটি পোলট্রি ফার্মে৷ রাজধানী পাটনার ওই পোলট্রি ফার্মে ৩ হাজার ৮৫৯টি মুরগির মধ্যে ৭৮৭টি মুরগির মৃত্যু হয়েছিল H5N1 ভাইরাসের কামড়ে৷ গত ১৮ জানুয়ারি থেকে ওই পোলট্রিতে একের পর এক মুরগি মারা যাচ্ছিল। এরপর মৃত মুরগির নমুনা পরীক্ষা করতে দেখা যায় ভাইরাসই পাখিগুলির মৃত্যুর কারণ। এরপরেই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বাকি মুরগিদের মেরে ফেলা হয়। পাটনার পথেই এগোচ্ছে থানে৷ সংক্রমণ রুখতে একই সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>