আগরতলা: ত্রিপুরায় তৃণমূল-বিজেপি দ্বৈরথ কার্যত তুঙ্গে। আজও ব্যাপক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে এবং খোয়াই থানায় পুলিশের সঙ্গে বচসায় জড়ায় তৃণমূল প্রতিনিধি দল। গ্রেফতার হওয়া তৃণমূল নেতারা বিকেলে জামিন পেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আর এর মধ্যেই মুখ খুললেন ত্রিপূরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। নাম না করে তৃণমূলকে খোঁচা দিলেন তিনি।
এই টুইটে বিপ্লব লিখেছেন, ”কিছু দল যারা ত্রিপুরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে তারা উন্নয়নের নিরিখে অনেকাংশেই ত্রিপুরা থেকে পিছিয়ে l রাজনৈতিক স্বার্থসিদ্ধি নয়, বরং রাজ্যের সর্বাঙ্গীন বিকাশই আমাদের প্রধান লক্ষ্য l বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নের নিরিখে ত্রিপুরা আজ গোটা দেশে নজির তৈরী করছে। উন্নয়নের গতিকে রুখে দিতে সক্রিয় একটা অংশ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে রাজ্যে ষড়যন্ত্র করছে l কিন্তু ত্রিপুরার সচেতন নাগরিকগন, ত্রিপুরেশ্বরী মায়ের এই ভূমিতে কোন ধরনের ষড়যন্ত্র স্বার্থক হতে দেবেন না”।
কিছু দল যারা ত্রিপুরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে তারা উন্নয়নের নিরিখে অনেকাংশেই ত্রিপুরা থেকে পিছিয়ে l রাজনৈতিক স্বার্থসিদ্ধি নয়, বরং রাজ্যের সর্বাঙ্গীন বিকাশই আমাদের প্রধান লক্ষ্য l বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নের নিরিখে ত্রিপুরা আজ গোটা দেশে নজির তৈরী করছে l
— Biplab Kumar Deb (@BjpBiplab) August 8, 2021
ত্রিপুরার উন্নয়নের গতিকে রুখে দিতে সক্রিয় একটা অংশ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে রাজ্যে ষড়যন্ত্র করছে l কিন্তু ত্রিপুরার সচেতন নাগরিকগন, ত্রিপুরেশ্বরী মায়ের এই ভূমিতে কোন ধরনের ষড়যন্ত্র স্বার্থক হতে দেবেন না l pic.twitter.com/SGyIuu9pEK
— Biplab Kumar Deb (@BjpBiplab) August 8, 2021
একইসঙ্গে তিনি আরও বলেন, ”২০১৮ বিধানসভা নির্বাচনে ত্রিপুরার রাজনৈতিক সচেতন নাগরিকগন, প্রধানমন্ত্রীর মার্গদর্শনে বিশ্বাস রেখে ত্রিপুরায় বর্তমান বিকাশমুখী সরকারকে দায়িত্ব দিয়েছেন। এই বিকাশের ধারাকে কোন ধরনের ষড়যন্ত্র করে রোখা যাবে না।” এটা না বোঝার কোনও উপায় নেই যে এই মন্তব্য তিনি কাদের বা কোন দলের উদ্দেশে করেছেন। ইতিমধ্যেই তাঁকে এবং তাঁর বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করেছেন যে, বিজেপিকে হারাতে কী ভাবে হয় সেতা তৃণমূল জানে। ২০২৩ সালে বিজেপিকে ত্রিপুরা থেকে উৎখাত করবে তৃণমূল। কার্যত এরই পাল্টা দিলেন বিপ্লব।