চপার দুর্ঘটনায় গুরুতর আহত জেনারেল বিপিন রাওতের স্ত্রী মধুলিকা

চপার দুর্ঘটনায় গুরুতর আহত জেনারেল বিপিন রাওতের স্ত্রী মধুলিকা

কোয়াম্বাটুর:  চপার দুর্ঘটনায় বিপন্ন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতে স্ত্রী মধুলিকা রাওয়াতের জীবন৷ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷ বুধবার জেনারেল রাওয়াতের সঙ্গেই সফর করছিলেন তিনি৷ দুপুর ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে তাঁদের হেলিকপ্টার৷ অসমর্থিত সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জেনারেল বিপিন রাওয়াত৷ 

আরও পড়ুন- দুর্ঘটনার কবলে জেনারেল বিপিন রাওয়াত, কীভাবে ভেঙে পড়ল MI-17 হেলিকপ্টার?

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই তালিমনাড়ু যাওয়ার কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ তার আগে সংসদে দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেবেন তিনি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন৷ জেনারেল বিপিন রাওয়ার ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ছাড়াও ওই কপ্টারে ছিলেন ব্রিগেডিয়ার এল এস লিড্ডার, লেফটেনেন্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরুসেবক সিং, নায়েক জিতেন্দর কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, হাবিলদার সতপল৷ এমআই-১৭ কপ্টারটি তামিলনাড়ুর কোয়েম্বাটুর এবং সুলুরের মাঝামাঝি কুন্নুরে ভেঙে পড়ে৷ 

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরে গভীর জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। জানা গিয়েছে এমআই-১৭ একটি নিরাপদ কপ্টার৷ ভিআইপিদের নিয়ে যাওয়ার আগেও তা পরীক্ষা করে দেখা হয়৷ এর পরেও কী ভাবে তা দুর্ঘটনার কবলে পড়ল, যান্ত্রিক ত্রুটি না কি চালকের ভুল, তা তদন্তের পরেই জানা যাবে৷ এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =