নয়াদিল্লি: মাঝ আকাশ দুর্ঘটনার কবলে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত৷ এদিন তামিলনাড়ুর ঘন জঙ্গলে ভেঙে পড়ে সেনা কপ্টার৷ জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ৷ জেনারেল বিপিন রাওয়াত ছা়ড়াও চপারে ছিলেন তাঁর স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো এবং আইএএফ পাইলট সহ মোট ১৪ জন৷ কোয়াম্বাটুর থেকে সুলুরের মধ্যে চপারটি ভেঙে পড়ে৷ উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় সেনা ক্যাম্প৷
সূত্রের খবর, স্থানীয়রা ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় দুটি মৃতদেহ স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছেন। অকুস্থলে আরও কিছু মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সেই দেহগুলি উদ্ধার করে তাঁদের সনাক্ত করার চেষ্টা চলছে৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্থানীয় সেনা কর্তারা৷ দুর্ঘটনাস্থল থেকে মোট তিনজনকে উদ্ধার করে তাদের স্থানীয় ওয়েলিংটন ক্যান্টনমেন্টের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
CDS Bipin Rawat, his staff and some family members were in the Mi-series chopper that crashed between Coimbatore and Sulur in Tamil Nadu. Search and rescue operations launched from nearby bases: Sources pic.twitter.com/kZKBoEV9Ix
— ANI (@ANI) December 8, 2021
বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরে গভীর জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। জানা গিয়েছে এমআই-১৭ একটি নিরাপদ কপ্টার৷ ভিআইপিদের নিয়ে যাওয়ার আগেও তা পরীক্ষা করে দেখা হয়৷ এর পরেও কী ভাবে তা দুর্ঘটনার কবলে পড়ল, যান্ত্রিক ত্রুটি না কি চালকের ভুল, তা তদন্তের পরেই জানা যাবে৷ এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে৷ সেনার পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয়রাও৷
Latest visuals from the spot (between Coimbatore and Sulur) where a military chopper crashed in Tamil Nadu. CDS Bipin Rawat, his staff and some family members were in the chopper.
(Pics Source: Locals involved in search and rescue operation) pic.twitter.com/miALr88sm1
— ANI (@ANI) December 8, 2021