কুন্নুর: হেলিকপ্টার তখন ভেঙে পড়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে তাতে। বাইরে ছিটকে পড়ে গিয়েছে তিনটি দগ্ধ দেহ। চোখের সামনে এটাই দেখেছেন শিবকুমার। সেই সময়ে ওই তিনজনের মধ্যে একজন জীবিত ছিলেন এবং তিনি শেষ মুহূর্তে জল চেয়ে ছিলেন। কিন্তু ভাইয়ের সঙ্গে দেখা করতে যাওয়া শিবকুমারের কাছে তখন জল ছিল না। তিনি কিছুই করতে পারেননি তখন। যদিও তিনি বুঝতে পারেননি যে এই ব্যক্তিই ভারতীয় সেনার সর্বাধিনায়ক সিডিএস বিপিন রাওয়াত।
চোখের সামনে এই ধরনের দৃশ্য দেখে শিবকুমারের সঙ্গে যারা ছিল তারা হকচকিয়ে গিয়েছিল। কোনও মতে ধরাধরি করে তারা বিপিন রাওয়াতকে একটি চাদরের উপর শুইয়ে দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে উদ্ধারকারী দল এসে তাঁকে নিয়ে চলে যায়। এখন যখন শিবকুমার জানতে পেরেছেন যে ওই ব্যক্তি ছিলেন বিপিন রাওয়াত তখন তার মন বিষণ্ন হয়ে গিয়েছে। আক্ষেপ হচ্ছে শিবকুমারের যে তিনি তাঁর মতো একজন মানুষের শেষ চাহিদা পূরণ করতে পারেনি। এতটাই মর্মাহত হয়েছেন শিবকুমার যে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন। তিনি ভাবতেই পারছেন না যে বিপিন রাওয়াতের মত একজন, যিনি দেশের সেবা করতেন তিনি শেষ বেলায় জল পর্যন্ত পেলেন না।
গতকাল হেলিকপ্টার দুর্ঘটনা কী ভাবে ঘটেছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত চলছে এবং মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ব্যাপারে স্পষ্ট জানা যাবে। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা গিয়েছে একটি হেলিকপ্টার ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিশে যাচ্ছে। অনেকেই মনে করছেন এটাই ছিল বিপিন রাওয়াতের হেলিকপ্টার, যা খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। তবে এই ব্যাপারে এখনো নিশ্চিত হয়ে কিছু বলা যাবে না।