এটিসি বলেছিল আরও উপরে উঠতে, ওঠেনি রাওয়াতের কপ্টার!

এটিসি বলেছিল আরও উপরে উঠতে, ওঠেনি রাওয়াতের কপ্টার!

কুন্নুর: মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের। তবে এই হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে এখন অনেক প্রশ্ন সামনে উঠে আসছে। এই মুহূর্ত পর্যন্ত স্পষ্ট ধারণা করা যাচ্ছে না যে ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটলো। তবে শেষ যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে জানা গিয়েছে, এটিসি রাওয়াতের কপ্টারকে নির্দেশ দিয়েছিল ৬ হাজার ফুটে উঠে যেতে, কিন্তু কপ্টার ওঠেনি। এই তথ্য সামনে আসতেই এখন নতুন করে জল্পনা।

জানা গিয়েছে, যে উচ্চতা দিয়ে সেদিন বিপিন রাওয়াতের হেলিকপ্টার যাচ্ছিল তার থেকে আরো উঁচুতে ওঠার নির্দেশ দিয়েছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল। কিন্তু সুলুর এয়ারবেস রেডারের ছবিতে যখন শেষ দেখা গিয়েছিল ওই হেলিকপ্টারকে তখন তার উচ্চতা ছিল সাড়ে ৪ হাজার ফুট মতো। এখন প্রশ্ন এখানে যে নির্দেশ অনুসারে আরো উঁচুতে কেন ওঠেনি রাওয়াতের হেলিকপ্টার। তবে অনেকের ধারণা, নির্দেশ অমান্য করে হেলিকপ্টার ওঠেনি এমন ঘটনা নয়, হয়তো উঁচুতে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে গিয়েছিল। যদিও নির্দেশ পাওয়ার পর হেলিকপ্টার কতটা গতিতে ওপরে ওঠার চেষ্টা করছিল সেটাও একটা বিষয়। অনুমান যে ওপরে ওঠার সময় গতি শ্লথ ছিল, তার ফলে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। পুরো বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ।

তবে গতকাল হেলিকপ্টার থেকে ব্ল্যাকবক্স উদ্ধার করা সম্ভব হয়েছে এবং মনে করা হচ্ছে এবার এই দুর্ঘটনা সম্পর্কে সঠিক তথ্য সামনে উঠে আসবে। আগেই এক প্রত্যক্ষদর্শী বয়ান দিয়ে জানিয়েছিল যে হেলিকপ্টার গাছে ধাক্কা মারার পর আগুনের গোলার মতো জ্বলতে শুরু করেছিল এবং আরও একটি গাছে ধাক্কা মেরে সজোরে মাটিতে পড়ে যায়। তাই এই বিষয়টিও দেখার যে হেলিকপ্টারে আগেই আগুন লাগার কারণে গাছে ধাক্কা মেরে ছিল, নাকি ধাক্কা লাগার পরে আগুন ধরে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *