নয়াদিল্লি: সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়াত সহ ১৪ জন আজ হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েন। শেষ পাওয়া তথ্য বলছে যে দুর্ঘটনাগ্রস্থদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে প্রয়াত সিডিএস বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী। মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ে এখন বিস্তর আলোচনা চলছে এবং অবশ্য ভাবে শিহরিত গোটা দেশ। তবে যে হেলিকপ্টারে এই দুর্ঘটনা ঘটেছে তা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হওয়ার ক্ষমতা রাখে এবং সেটি রাশিয়ায় তৈরি।
জানা যাচ্ছে, যে হেলিকপ্টার আজ দুর্ঘটনার কবলে পড়েছে সেটি হল MI-17-V-5, এটি MI-8-এর উন্নততর সংস্করণ। অনায়াসে রাতের অন্ধকারে গতিবিধি লক্ষ্য করতে পারে এই চপার এবং উন্নততর নিরাপত্তা ব্যবস্থার জন্য এই কপ্টার ব্যবহৃত হয়। অন্য কপ্টারের থেকে এর ইঞ্জিন অনেক বেশি শক্তিশালীও। আজ এই কপ্টারে ছিলেন ১৪ জন কিন্তু এই কপ্টার সর্বাধিক ২৪ জনকে বহন করতে সক্ষম। পাশাপাশি এই কপ্টারের ওজন বহন করার ক্ষমতা মোট ৭ হাজার কেজি। মূলত এই ধরনের চপারে থাকেন তিনজন ক্রু সদস্য, পাইলট, কো-পাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার। উল্লেখ্য, ২০১৩ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেয় এই রাশিয়ান হেলিকপ্টার। এর আগে ২০০৯ সালে মাওবাদী দমন অভিযান অপারেশন ‘গ্রিন হান্টে’ ব্যবহার করা হয়েছিল এটি।
এখনও পর্যন্ত বায়ুসেনার তরফে দুর্ঘটনার সঠিক কারণ আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি৷ তবে সূত্রের খবর, হাই ট্রান্সমিশন তার বা বিদ্যুৎবাহী তারে ধাক্কা খেয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। কিন্তু সে ক্ষেত্রে প্রশ্ন উঠছে, কী ভাবে এমআই-১৭ কপ্টারটি এত নীচে নেমে এল? সেনা আধিকারিকেরা মনে করছেন আবহাওয়ার জন্যও দুর্ঘটনাটি ঘটতে পারে৷ কারণগত কয়েকদিন ধরে ওই অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কুয়াশার জেরে দৃশ্যমানতাও কম ছিল৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা৷