এর আগেও হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছিলেন রাওয়াত, বেঁচে গিয়েছিলেন বীরের মতো

এর আগেও হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছিলেন রাওয়াত, বেঁচে গিয়েছিলেন বীরের মতো

e2bec0b9db2f2b702ba2a17090322ced

নয়াদিল্লি: আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে সিডিএস বিপিন রাওয়াতকে। হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েন তিনি এবং তাঁর স্ত্রী সহ ১৪ জন। এখনো পর্যন্ত এই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু পূর্ণাঙ্গভাবে বিপিন রাওয়াতের সম্পর্কে তথ্য মেলেনি। তবে এই প্রথমবার হেলিকপ্টার দুর্ঘটনায় পড়লেন না বিপিন রাওয়াত। এর আগে নাগাল্যান্ডের প্রায় একই রকমের দুর্ঘটনার কবলে পড়ে ছিলেন তিনি। সেবার আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছিলেন।

ঘটনা ছিল ২০১৫ সালের। নাগাল্যান্ডের ডিমাপুরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সেনা হেলিকপ্টার ‘চিতা’ প্রায় কুড়ি ফুট ওপর থেকে ভেঙে পড়ে কিন্তু এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। আজকের এই দুর্ঘটনা ৬ বছর আগের সেই দুর্ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। তাই সকলে প্রার্থনা করছেন যাতে আগের বারের মতো এবারেও বীরের মতো প্রাণে বেঁচে যান বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তথ্য অনুযায়ী, যে চপার দুর্ঘটনার কবলে পড়েছে সেটি হল MI-17, এবং এর ভেতরে সিডিএস বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী ছাড়াও ছিলেন নায়েক গুরসেবক সিং, নায়ক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল। জানা গিয়েছে, মাত্র কুড়ি মিনিটের সফর ছিল তাঁদের কিন্তু আকাশে ওড়ার আট দশ মিনিটের মাথাতেই এই বিরাট দুর্ঘটনা ঘটে যায়।

এখনও পর্যন্ত বায়ুসেনার তরফে দুর্ঘটনার সঠিক কারণ আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি৷ তবে  সূত্রের খবর, হাই ট্রান্সমিশন তার বা বিদ্যুৎবাহী তারে ধাক্কা খেয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। কিন্তু সে ক্ষেত্রে প্রশ্ন উঠছে, কী ভাবে এমআই-১৭ কপ্টারটি এত নীচে নেমে এল? সেনা আধিকারিকেরা মনে করছেন আবহাওয়ার জন্যও দুর্ঘটনাটি ঘটতে পারে৷ কারণগত কয়েকদিন ধরে ওই অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কুয়াশার জেরে দৃশ্যমানতাও কম ছিল৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *