গর্ভ ভাড়া নিষিদ্ধ করতে লোকসভায় বিল আনল কেন্দ্র

নয়াদিল্লি: শীঘ্রই নিষিদ্ধ হতে চলেছে বাণিজ্যিক সারোগেসি বা টাকার বিনিময়ে গর্ভ ভাড়া দেওয়ার কাজ৷ আগামীদিনে শুধুমাত্র নিকটাত্মীয়রা নীতিগত কারণে সন্তানধারণে অক্ষম দম্পতিদের ‘সারোগেট মা’ হতে পারবেন৷ এই মর্মে একটি বিল লোকসভায় পেশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী হর্ষ বর্ধন৷ যার নাম, সারোগেসি (রেগুলেশন) বিল, ২০১৯৷ এই বিল অনুযায়ী জাতীয় ও রাজ্যস্তরে সারোগেসি বোর্ড গঠনের সুপারিশ

গর্ভ ভাড়া নিষিদ্ধ করতে লোকসভায় বিল আনল কেন্দ্র

নয়াদিল্লি: শীঘ্রই নিষিদ্ধ হতে চলেছে বাণিজ্যিক সারোগেসি বা টাকার বিনিময়ে গর্ভ ভাড়া দেওয়ার কাজ৷  আগামীদিনে শুধুমাত্র নিকটাত্মীয়রা নীতিগত কারণে সন্তানধারণে অক্ষম দম্পতিদের ‘সারোগেট মা’ হতে পারবেন৷ এই মর্মে একটি বিল লোকসভায় পেশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী হর্ষ বর্ধন৷ যার নাম, সারোগেসি (রেগুলেশন) বিল, ২০১৯৷ এই বিল অনুযায়ী জাতীয় ও রাজ্যস্তরে সারোগেসি বোর্ড গঠনের সুপারিশ করা হয়েছে৷  যে কোনও পরিস্থিতিতেই ওই দম্পতি সন্তানকে ত্যাগ করতে পারবেন না বলেও জানানো হয়েছে৷

‘সারোগেট’ সন্তানের জন্মভূমি হিসেবে গুজরাটের পাশাপাশি জনপ্রিয় কলকাতাও৷ বিশেষত ভিনদেশি দম্পতিদের কাছে৷ তবে দরিদ্র মহিলাদের বাঁচাতে ২০১৬ সালে আনা হয় একটি বিল৷ বলা হয়, সন্তানধারণে শারীরিক ভাবে অক্ষম ভারতীয় দম্পতিদের জন্যই শুধু এই ব্যবস্থা চালু থাকবে৷ বিয়ের পাঁচ বছর পরে যে দম্পতি শারীরিক অসুবিধের কারণে সন্তানধারণ করতে পারেননি, তাঁরা ‘নিকটাত্মীয়ের’ সাহায্য নিতে পারেন৷ তবে আত্মীয়েরও অর্থলাভ হবে না৷ হাসপাতাল ও আনুষঙ্গিক খরচ বহন করবেন হবু অভিভাবকেরা৷ রাজ্য সরকারের অনুমতি নিতে হবে দু’তরফকেই৷ তবে গর্ভপাত করানোর ক্ষেত্রে গর্ভদাত্রীর ইচ্ছেই শেষ কথা৷ সঙ্গে লাগবে সরকারি অনুমতি৷ কিন্তু, এই ব্যবস্থায় এবার বদল আনতে চলেছে কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + fifteen =