দরজা খুলতেই গুলি! ফিল্মি কায়দায় বাড়িতেই খুন সাংবাদিক

দরজা খুলতেই গুলি! ফিল্মি কায়দায় বাড়িতেই খুন সাংবাদিক

পাটনা: ‘নমস্কার, এক মিনিট’! বিদ্যা বালন অভিনীত ‘কাহানি’ ছবিটি যারা দেখেছেন তারা এই হাড়হিম করা সংলাপের সঙ্গে পরিচিত। সিনেমার চরিত্র ‘বব বিশ্বাস’ এই সংলাপ বলার পর কী করেছিল তাও তারা জানে। সেই ফিল্মি দৃশ্য যেন এবার ফুটে উঠল বাস্তবে। দরজা খুলতেই গুলি করে হত্যা করা হল এক সাংবাদিককে। ঘটনাটি ঘটেছে বিহারে। চার দুষ্কৃতী গুলি করে খুন করেছে বিমল যাদব নামে ওই সাংবাদিককে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের আরাসিয়া এলাকার বাসিন্দা সাংবাদিক বিমল যাদবের বাড়িতে ভোরের দিকে যায় চার দুষ্কৃতী। ডোর বেল মারে তারা। এরপর সাংবাদিক দরজা খুলতেই তারা এলোপাথাড়ি গুলি চালায়। এরপর হাসপাতালে নিয়ে গেলেও ওই সাংবাদিককে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়ে গিয়েছিল। ওই সাংবাদিক ‘দৈনিক জাগরণ’-এ কাজ করতেন বলে জানা গিয়েছে। কিন্তু কেন এই সাংবাদিককে খুন করা হল, কারা আছে এর পিছনে, তা জানতে এখন তদন্ত শুরু হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল বিহারের রাজনীতি। 

বিহারের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে ইতিমধ্যেই নীতীশ কুমারের সরকারকে তোপ দেগেছেন চিরাগ পাসওয়ান। তাঁর কথায়, রাজ্যের আইন-শৃঙ্খলার কোনও অস্তিত্ব নেই। দিনের আলোয় এমন ঘটনা ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তার কী হবে, সে প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর পুলিশ জানিয়েছে, ২০১৯ সালে খুন করা হয়েছিল এই সাংবাদিকের ভাইকে। সেই ঘটনার অন্যতম প্রধান সাক্ষী ছিলেন বিমল যাদব। আপাতত দু’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − six =