লখনউ: অব্যাহত শ্রমিক মৃত্যু মিছিল৷ যোগীর প্রদেশ থেকে ঘরে ফেরার পথের বলি বাংলা-সহ বিহার ও ঝাড়খণ্ডের অন্তত ২৩ জন শ্রমিক৷ দু’টি ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন উত্তর প্রদেশের আরাইয়া থেকে বাড়ি ফিরতে চাওয়া ২৩ জন শ্রমিক৷ দুর্ঘটনায় জখম হয়েছে ১৫ থেকে ২০ জন৷
সংবাদ সংস্থা এএনআইএ জানিয়েছে, মৃত ও আহতদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছে৷ পুরুলিয়ার ৪ শ্রমিককের মৃত্যু হয়েছে বলে খবর৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশের কোতওয়ালি এলাকার মিহৌলি জাতীয় সড় ধরে বাড়ি ফরিতে চলেছেন ৫০-৬০ জনের একটি দল৷ রাজস্থান থেকে গোরক্ষপুর আসছিলেন তাঁরা৷ পথে দু’টি ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২৩ জন শ্রমিক৷ জখম আরও ১৫-২০ জন৷
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, গতরাত তিনটে নাগাদ যে ট্রাকে শ্রমিকরা আসছিলেন, সেই ট্রাকের সঙ্গে অন্য একেটি ট্রাক ধাক্কা মারে৷ দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ট্রাকে অন্য একেটি ট্রাক ধাক্কায় বাংলা-সহ বিহার, ঝাড়খণ্ডের ২৩ জন শ্রমিককের মৃত্য হয়৷ আহতদের হাসপাতালে পাঠানো হয়৷
The incident took place at around 3:30 am. 23 people have died and around 15-20 have suffered injuries. Most of them are Bihar, Jharkhand and West Bengal: Abhishek Singh, DM Auraiya pic.twitter.com/fLpnPTAYmD
— ANI UP (@ANINewsUP) May 16, 2020