বিহারে বন্যায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

বিহার : শনিবার সকালে বিহারে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯২। এপর্যন্ত ১২টি জেলায় ২৬ লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। উদ্ধারে সেনার পাশাপাশি কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এক সীতামারীতেই মৃত্যু হয়েছে ২৬ জনের। বান-বৃষ্টিতে মধুবনীতে ১৪ জন, আরারিয়ায় ১২ জন, শিওহরে ১০ জন, দ্বারভাঙা ও পূর্নিয়ায় ৯ জন করে মারা গিয়েছেন। এছাড়াও আরও ১০ জনের

বিহারে বন্যায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

বিহার : শনিবার সকালে বিহারে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯২। এপর্যন্ত ১২টি জেলায় ২৬ লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। উদ্ধারে সেনার পাশাপাশি কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এক সীতামারীতেই মৃত্যু হয়েছে ২৬ জনের। বান-বৃষ্টিতে মধুবনীতে ১৪ জন, আরারিয়ায় ১২ জন, শিওহরে ১০ জন, দ্বারভাঙা ও পূর্নিয়ায় ৯ জন করে মারা গিয়েছেন।

এছাড়াও আরও ১০ জনের মৃত্যুর খবর এসেছে কিষনগঞ্জ, সুপৌল, পূর্ব চম্পারন এবং সহর্ষা থেকে। নওয়াদা জেলায় একটি স্কুলে বাজ পড়ে ৮টি শিশুর মৃত্যু হয়েছে। এই প্রবল বন্যার মধ্যে সিনেমা দেখতে গিয়ে সমালোচিত হয়েছেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদি। অন্যদিকে, ক্ষতিগ্রস্তদের পরিবারকে ৬ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন নীতীশ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =