Aajbikel

'জেনারেল' বাসিন্দা ১৫%, রাজ্যের জাতসমীক্ষার ফল ঘোষণা নীতীশ সরকারের

 | 
নীতীশ

পাটনা: দেশের শীর্ষ আদালতে এই ইস্যুতে মামলা চলছিল। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলাকালীনই রাজ্যের জাতসমীক্ষার রিপোর্ট প্রকাশ করে দিল বিহারের নীতীশ কুমারের সরকার। আর যে ফল প্রকাশিত হয়েছে তা দেখার পর আরও বেশি সংরক্ষণের দাবি উঠবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, ওবিসিদের সংখ্যা মোট জনসংখ্যার ৬০ শতাংশ পেরিয়ে গিয়েছে। 

যে সমীক্ষার ফল প্রকাশ পেয়েছে তাতে দেখা গিয়েছে, বিহারে বর্তমান অন্যান্য অনগ্রসর গোষ্ঠী (ওবিসি)-র সংখ্যা ৬৩ শতাংশ। এ ছাড়া বিহারে প্রায়ে সাড়ে ১৯ শতাংশ তফসিলি জাতি এবং ১.৬৮ শতাংশ তফসিলি জনজাতি গোষ্ঠীর মানুষ আছে। ওবিসিদের মধ্যে আবার  ৩৬ শতাংশ অতি অনগ্রসর (ইবিসি) এবং ২৭ শতাংশের সামান্য বেশি সাধারণ অনগ্রসর গোষ্ঠীর। সব মিলিয়ে ওবিসিদের সংখ্যা মোট জনসংখ্যার ৬০ শতাংশের ওপর। এই রিপোর্টেই জানা গিয়েছে, বিহারে অসংরক্ষিত বা জেনারেল শ্রেণির বাসিন্দা সাড়ে ১৫ শতাংশের সামান্য বেশি। 

এই রাজ্যে জাতগণনার প্রথম পর্ব ৭ থেকে ২১ জানুয়ারি হয়েছিল। ১৫ এপ্রিল থেকে দ্বিতীয় পর্ব হওয়ার কথা ছিল। কিন্তু পাটনা হাইকোর্ট তাতে স্থগিতাদেশ দেওয়ায় কিছুদিন এই কাজ হয়নি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে জাতসমীক্ষার বিরুদ্ধে পটনা হাইকোর্টে যে জনস্বার্থ মামলাগুলি দায়ের হয়েছিল, তা খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।   

Around The Web

Trending News

You May like