কৃষকদের ঋণ মিটিয়ে শহিদ পরিবারের পাশে বিগবি

নয়াদিল্লি: বাড়ছে বয়স৷ জীবনে প্রায় শেষ লগ্নে দাঁড়িয়ে সমাজ গড়ার পথে হাঁটলেন বিগবি৷ ঋণগ্রস্ত কৃষকদের সহযোগিতা করার পর এবার পুলওয়ামা হামলার শহিদদের পরিবারের পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন৷ চলতি সপ্তাহে বিহারের ২ হাজার ১০০ জন কৃষকের ঋণ নিজে মেটাবেন বলে ঘোষণা করেছিলেন বিগবি৷ এবার শহিদদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন বচ্চন৷ সম্প্রতি, নিজের ব্যক্তিগত ব্লগে প্রবীণ

কৃষকদের ঋণ মিটিয়ে শহিদ পরিবারের পাশে বিগবি

নয়াদিল্লি: বাড়ছে বয়স৷ জীবনে প্রায় শেষ লগ্নে দাঁড়িয়ে সমাজ গড়ার পথে হাঁটলেন বিগবি৷ ঋণগ্রস্ত কৃষকদের সহযোগিতা করার পর এবার পুলওয়ামা হামলার শহিদদের পরিবারের পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন৷

চলতি সপ্তাহে বিহারের ২ হাজার ১০০ জন কৃষকের ঋণ নিজে মেটাবেন বলে ঘোষণা করেছিলেন বিগবি৷ এবার  শহিদদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন বচ্চন৷ সম্প্রতি, নিজের ব্যক্তিগত ব্লগে প্রবীণ অভিনেতা পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারকে কিছু আর্থিক সাহায্যের ইচ্ছা প্রকাশ করেন৷ এবার আরও একটি লেখায় সেই ইচ্ছা পূরণের কথা জানান বিগবি৷ লেখার পাশাপাশি শহিদদের পরিবারে সঙ্গে নিজের পরিবারের কয়েকটি ছবি ব্লগে পোস্ট করেন তিনি৷

গত ফেব্রুয়ারি মাসে পুলওয়ামার ঘটনার পর নিহত জওয়ানদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন অমিতাভ বচ্চন৷ এর আগে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের কয়েক হাজার কৃষকের ঋণের টাকা শোধ করেছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 2 =