পাটনা: লোকসভা ভোটের আগে বড় ধাক্কা খেল বিহার কংগ্রেস৷ কংগ্রেসের প্রবীণ নেতা ও দলীয় মুখপাত্র বিনোদ শর্মা কংগ্রেসের সঙ্গ ত্যাগ করলেন৷ তাঁর দল বালাকোটে এয়ার স্ট্রাইকের প্রমাণ চাওয়ায় তিনি অত্যন্ত দুঃখ পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন৷
বিহারের কংগ্রেস নেতা বিনোদ বলেন, কংগ্রেসের তরফে বায়ুসেনা অভিযানে কত জনের মৃত্যু হয়েছে, তা নিয়ে বার বার প্রশ্ন তোলা হয়েছে৷ কংগ্রেসের হাইকম্যান্ড সেনাদের ভাবাবেগে এ ভাবে আঘাত করছে বলেও মন্তব্য করেন তিনি। এ রকম তুচ্ছ রাজনীতি তাঁর পছন্দ নয় বলেও উল্লেখ করেন বিনোদ৷ লোকসভা নির্বাচনের আগে বিহারের সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন সময়ে দলের প্রবীণ নেতা ও মুখপাত্র বিনোদের মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক৷