বড় খবর: আয়করে বড়সড় ছাড় দিতে চলেছে কেন্দ্র!

বড় খবর: আয়করে বড়সড় ছাড় দিতে চলেছে কেন্দ্র!

নয়াদিল্লি: দেশের আর্থিক মন্দার মধ্যে আগামী ১ ফেব্রুয়ারি অর্থ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ দেশে ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র৷ আয়করে বড়সড় ছাড় দেওয়ার পথে হাঁটতে চলেছে কেন্দ্র৷

সূত্রের খবর, এই মুহূর্তে আয়করে বড়সড় ছাড় দেওয়ার কথা চিন্তা ভাবনা শুরু করেছে কেন্দ্র৷ এক ধাক্কায় দু'লক্ষ টাকা আয়কর ছাড় দেওয়ার সম্ভবনা তৈরি হয়েছে৷

এই মুহূর্তে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হয় না৷ আগামী ১ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে সেই আয়কর ছাত্র আরও বাড়াতে পারে কেন্দ্র৷ সাত লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ের ক্ষেত্রে ৫ শতাংশ আয়কর নির্ধারিত হতে পারে বলে সূত্রের খবর৷ ৭ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আয় করার ক্ষেত্রে ১০ % ও ১০ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত আয়কর নির্দিষ্ট করতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =