GST-তে বড় ছাড়, অন্য ATM ব্যবহারেও কাটা হবে না চার্জ, ঘোষণা অর্থমন্ত্রীর

GST-তে বড় ছাড়, অন্য ATM ব্যবহারেও কাটা হবে না চার্জ, ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: করোনা বিপর্যয়ের মধ্যেই দেশের আর্থিক ভারসাম্য স্থিতীশীল রাখতে মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷  এদিন বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরও৷

এদিন বৈঠকে অর্থমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর রিটার্নের সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৩০ জুন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পাশাপাশি দেরিতে আয়কর রির্টানের ক্ষেত্রেরও ১২ শতাংশের বদলে ৯ শতাংশ সুদ নেওয়া হবে বলেও জানান তিনি৷

সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে এটিএম থেকে টাকা তোলার নিয়মও শিথিল করা হয়েছে৷ জানানো হয়েছে, আগামী তিন মাস যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রহকরা৷ সে ক্ষেত্রে কোনও বাড়তি চার্জ নেওয়া হবে না৷ অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখাটাও ছিল এতদিন বাধ্যতামূলক৷ ন্যূনতম ব্যালেন্স না থাকলে চার্জ কাটা হত৷ আপাতত কোনও চার্জ কাটা হবে না৷ এছাড়াও জরুরি প্রয়োজন ছাড়া ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী৷ সেক্ষেত্রে অনলাইনেই এই লেনদেন সারতে পারবেন সাধারণ মানুষ৷  

টিডিএস রিটার্নের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷ যে সকল সংস্থা এখনও টিডিএস জমা করেনি, তাদের জরিমানা ১৮% থেকে কমিয়ে ৯% করা হয়েছে। আধার-প্যান সংযুক্তির সময়সীমাও ৩১ মার্চ থেকে বাড়িয়ে জুন ৩০ পর্যন্ত করা হয়েছে৷ ‘বিবাদ সে বিশ্বাস' কর নিষ্পত্তি প্রকল্পটি তিন মাস বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ বলা হয়েছে, বর্ধিত সময়সীমার এই প্রকল্প গ্রহণকারীদের মূল নগদের উপর ১০ শতাংশ সুদ দিতে হবে না৷  

অন্যদিকে, আয়কর আইনের অধীনে বিভিন্ন বিজ্ঞপ্তি জারির জন্য নির্ধারিত তারিখও বাড়ানো হয়েছে। মাঝারি ও ক্ষুদ্র শিল্প যাদের বার্ষিক টার্নওভার ৫ কোটির নীচে, তাদের ক্ষেত্রে সুদ নেওয়া হলেও, আয়কর রিটার্নের ক্ষেত্রে কোনও লেট ফি নেওয়া হবে না৷ এর ফলে ক্ষুদ্র-অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কিছু সুরাহা মিলবে। ৫ কোটির ওপর যাদের বার্ষিক আয় তাদের লেট ফি হিসেবে ৯% সুদ দিতে হবে।
নতুন ব্যবসার ক্ষেত্রে সংস্থার নথিভুক্তকরণের পর এতদিন ছ’মাসের মধ্যে সরকারকে একটা ঘোষণাপত্র জমা দিতে হতো৷ এই ঘোষণাপত্র জমা দেওয়ার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *