নয়াদিল্লি: মহাজোটে বড় বিপর্যয় ফাঁস করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেজরিওয়াল জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে কোনও মহাজোট হচ্ছে না! আগামী লোকসভা ভোটে একাই লড়বে আম আদমি পার্টি৷
কেজরিওয়ালের আরও দাবি, মহাজোটে যেতে রাজি হয়নি কংগ্রেস৷ নিজেদের মধ্যে তিক্ততা থাকা সত্ত্বেও মোদি-শাহকে সরানোর জন্যে আম আদমি পার্টি কংগ্রেসের সঙ্গে লোকসভা নির্বাচনের জন্যে হাত মেলাতে তৈরি৷ কিন্তু, কংগ্রেস তাতে গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ তোলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ কংগ্রেস এই প্রস্তাবে রাজি না হওয়ায়, সব দরজা বন্ধ হয়ে গেছে বলেই জানান কেজরিওয়াল৷ তিনি বলেন, কংগ্রেসের এই মনোভাব আদতে বিজেপিকেই সাহায্য করছে৷ তিনি নিশ্চিত, দিল্লিতে আম আদমি পার্টি আসন্ন নির্বাচনে জিতবেই৷
লোকসভা নির্বাচনে দিল্লিতে আপের সঙ্গে কোনও জোট নয়। রবিবার সাফ জানিয়ে দিলেন দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি শীলা দীক্ষিত। দিল্লির সবকটি লোকসভা আসনেই লড়বে কংগ্রেস বলে জানিয়েছেন তিনি। দিল্লির মেহরাউলি এবং বদরপরে দলীয় কর্মীদের সভায় বক্তব্য রাখতে গিয়ে শীলা দীক্ষিত বলেন, আপের সঙ্গে কংগ্রেসের জোট হবে বলে এমন কথা প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু এটা স্পষ্ট করে দিতে চাই দিল্লিতে কংগ্রেস একাই লড়বে। আপের সঙ্গে কোনও জোট হবে না৷