নয়াদিল্লি: ভোট শেষ হওয়ার পরেই দিল্লিতে বিরোধী নেতাদের নিয়ে বৈঠক ডেকেছে কংগ্রেস। তবে সেই বৈঠকে না থাকার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের।
সূত্রের খবর, গত সপ্তাহে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রবাবুর বৈঠক হয়। সেখানেই বিরোধী বৈঠক নিয় কথা উঠলে, নেতিবাচক উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চন্দ্রবাবু নাইডুকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২৩ মে ফলাফলের আগে বৈঠকের কোনও প্রয়োজন নেই। মায়াবতীও নেতিবাচক উত্তরই দিয়েছেন বলে খবর৷
সূত্রের খবর, পুরো বিষয়টিই রয়েছে প্রধানমন্ত্রীকে হবেন, তা নিয়েই। বিরোধীদের গলায় যদি জয়মালা ওঠে, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়েই সংশয়। সেই প্রশ্নে বারবার উত্তর এড়িয়ে গিয়েছেন বিরোধী নেতারা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও মায়াবতী প্রধানমন্ত্রী হতে চান! এদিকে, ডিএমকে প্রধান স্ট্যালিন সহ বিরোধীদের অনেক নেতাই আবার প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধীর নাম সমর্থন করেছেন৷ পরে, মমতার ডাকে ব্রিগেডের জনসভা থেকে মমতার হয়ে সওয়াল করেন স্ট্যালিন৷
উত্তরপ্রদেশে জাতীয়স্তরে সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়ে ভোটের ময়দানে নেমেছেন বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী। তবে কংগ্রেসকে জোটের বাইরেই রেখেছেন অখিলেশ-মায়া। বিএসপি সুপ্রিমো ও তৃণমূলনেত্রী, দু’জনেই কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা এড়িয়ে চলেছেন।