Aajbikel

ব্রিজভূষণকে ফাঁসাতে সাবালিকার বয়স কমিয়েছে কুস্তিগিররা! উঠল বড় অভিযোগ

 | 
wrestlers

নয়াদিল্লি: ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন দেশের হয়ে পদক জেতা কুস্তিগিররা। কিন্তু তাদের পাশে নেই কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া তো দূর, কেউ মুখই খোলেনি। এই আবহে কুস্তিগিরদের বিরুদ্ধেই বড় অভিযোগ তোলা হল। দাবি করা হয়েছে, পকসো আইনে কুস্তিকর্তাকে ফাঁসানোর পরিকল্পনা করেছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগট, বজরং পুনিয়ারা। আর এই অভিযোগ করছেন এক কুস্তিগিরের কাকা।

প্রতিবাদী কুস্তিগিররা যে অভিযোগ এনেছেন তার সম্পূর্ণ উল্টো দাবিই করছেন এই ব্যক্তি। ব্রিজভূষণের বিরুদ্ধে এক নাবালিকা-সহ বেশ কয়েক জন মহিলা কুস্তিগিরকে হেনস্থার অভিযোগ করা হয়েছে। কিন্তু ওই নাবালিকার কাকাই দাবি করেছেন, ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহকে জোর করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর ভাইঝিকে হেনস্থা করা হয়নি! আর যাকে নাবালিকা বলা হচ্ছে, তার বয়স আদতে ১৮ বছরের বেশি। অর্থাৎ জোর করে পকসো আইনে মামলা করে বিজেপি সাংসদকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলেই মত ওই কুস্তিগিরের কাকার। তিনি আরও বলেন, কুস্তিগিরেরা নিজেদের স্বার্থ পূরণের জন্য তাঁর পরিবারকে ব্যবহার করেছেন। তবে ওই নাবালিকার পরিবারের দাবি, ওই ব্যক্তির সঙ্গে তাদের ভালো সম্পর্ক নেই। 

এদিকে মঙ্গলবার কুস্তিগিররা সিদ্ধান্ত নিয়েছিল যে, গঙ্গায় তাঁদের জেতা সব পদক ভাসিয়ে দেবে। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এমনই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু অবশেষে সেই কাজ করেননি কেউ। বরং কেন্দ্রকে পাঁচ দিনের সময়সীমা দিয়েছেন তারা। যদি পাঁচ দিনের মধ্যে তাঁদের দাবি না মেটে তা হলে আবার গঙ্গায় পদক বিসর্জন দিতে আসবেন সকলে। 
 

Around The Web

Trending News

You May like