নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমনিতেই প্রতারণা করার প্রবণতা বেড়েছে। সম্প্রতি এই নিয়ে অনেকে অনেক রকম দাবিও করেছে। তবে এই মুহূর্তে এই সংস্থার বিরুদ্ধেই বড় অভিযোগ উঠছে। দাবি করা হচ্ছে, নিশ্চুপভাবে সকলের ব্যক্তিগত কথাবার্তা শুনছে হোয়াটসঅ্যাপ! সমাজ মাধ্যমে এমনই দাবি করেছেন টুইটারের এক ইঞ্জিনিয়ার। তিনি ছাড়াও টুইটারের বর্তমান মালিক এলন মাস্কও এই ইস্যুতে সরব হয়েছেন। তাই এই নিয়ে সক্রিয় হয়েছে ভারত সরকার। কোনও ভাবে যাতে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য বাইরে না আসে তার প্রচেষ্টা করা হচ্ছে।
দেশের কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, গোটা বিষয় সম্পর্কে তারা আলোচনা করছে এবং সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলছে। এদিকে সমস্যা কথা কার্যত স্বীকার করে নিয়ে এর দায় অ্যান্ড্রয়েডের ওপরই চাপিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বলা হয়েছে, প্রযুক্তিগত কিছু ত্রুটির কারণে এই সমস্যা হতে পারে। তাই মূল সংস্থা গুগলকেই বিষয়টি দেখে নিতে হবে। তবে এই ঘটনা নিয়ে আপাতত চাপানউতোর চলছেই। কারণ যে অভিযোগ করা হয়েছে তা সত্যি বিস্ফোরক।
” style=”border: 0px; overflow: hidden”” title=”জ্বলছে পাকিস্তান! বিক্ষোভের জ্বলল পাক সেনা শিবির! জারি ১৪৪ ধারা! বর্তমানে কোথায় রয়েছে ইমরান?” width=”853″>
টুইটারের ওই ইঞ্জিনিয়ার দাবি করেন, অ্যাপের মাইক্রোফোন ব্যবহার করছে হোয়াটসঅ্যাপ। তা দিয়েই সব তথ্য নিজেদের হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে তারা। যদিও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের যুক্তি, মাইক্রোফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতেই থাকে। তারা অনুমতি দিলে ফোন, ভিডিও বা অডিও রেকর্ডিংয়ের সময়ই শুধু মাইক্রোফোন ব্যবহার হয়।