নাগরিকত্ব বিলের প্রতিবাদ, ভূপেন হাজারিকার ‘ভারতরত্ন’ প্রত্যাখ্যান

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কিংবদন্তী সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার ‘ভারতরত্ন’ প্রত্যাখ্যান করেলেন তাঁর ছেলে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ভূপেন হাজারিকার পুত্র তেজ হাজারিকা একটি বিবৃতিতে বলেন, এটি কেন্দ্রের একটি ‘স্বল্পকালীন সস্তা রোমাঞ্চ প্রদর্শনের’ নজির। তিনি বলেন, কেন্দ্র যেভাবে এই বিল পাস করার পরিকল্পনা করেছে তা তাঁর বাবা বিশ্বাস এবং মতাদর্শের বিরুদ্ধে। তেজ বলেন,

14a66707068ef0b8bce14eb5f285e066

নাগরিকত্ব বিলের প্রতিবাদ, ভূপেন হাজারিকার ‘ভারতরত্ন’ প্রত্যাখ্যান

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কিংবদন্তী সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার ‘ভারতরত্ন’ প্রত্যাখ্যান করেলেন তাঁর ছেলে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ভূপেন হাজারিকার পুত্র তেজ হাজারিকা একটি বিবৃতিতে বলেন, এটি কেন্দ্রের একটি ‘স্বল্পকালীন সস্তা রোমাঞ্চ প্রদর্শনের’ নজির। তিনি বলেন, কেন্দ্র যেভাবে এই বিল পাস করার পরিকল্পনা করেছে তা তাঁর বাবা বিশ্বাস এবং মতাদর্শের বিরুদ্ধে।

তেজ বলেন, ’’আমি বিশ্বাস করি যে আমার বাবার নাম এবং তাঁর কথাগুলো সরকার নানা কাজে ব্যবহার করছে, মানুষকে হতাশ করে নাগরিকত্ব সম্পর্কিত ব্যথাজনক একটি বিল পাস করার জন্য এগিয়ে যাচ্ছে সরকার৷ আমার বাবার সম্পর্কে অসংখ্য মানুষের মনে যা ধারণা, যা বিশ্বাস এতে তা ক্ষতিগ্রস্ত হচ্ছে৷’’

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও ভারতীয় জনসঙ্ঘ নেতা নানাজি দেশমুখসহ কিংবদন্তী গায়ক ভূপেন হাজারিকাকে এই বছর দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারত রত্ন’ প্রদান করা কথা ঘোষণা করে সরকার। ২০১৭ সালের মে মাসে ভূপেন হাজারিকার নামে আসামে ব্রহ্মপুত্রের উপর নির্মিত ৯.১৫ কিলোমিটার দীর্ঘ ভারতের দীর্ঘতম সেতু ধোলা-সাদিয়া সেতুর নামকরণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

ভূপেন পুত্র তেজ হাজারিকা একটি বিবৃতিতে বলেন, ‘‘আমি জানাচ্ছি যে, প্রথমত, আমি এখনও অব্দি কোনও আমন্ত্রণ পাইনি, সুতরাং এখানে প্রত্যাখ্যান করার কিছু নেই, এবং দ্বিতীয়ত, এই বিষয়ে কেন্দ্র যে জাতীয় স্বীকৃতি প্রদান করতে চলেছে তা আসলে স্বল্পকালীন সস্তা রোমাঞ্চ প্রদর্শনের নজির ছাড়া আর কিছুই নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *