বেঙ্গালুরু: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) যে সামরিক বাহিনীকে বিভিন্ন সময় সহায়তা করে থাকে, এটি এখন আর গোপন নেই। ইসরো জানিয়েছে, ভারতীয় স্যাটেলাইট পুরো পাকিস্তানের উপর নজর রাখছে। তারমধ্যে ৮৭ শতাংশ এলাকার উপর হাই ডেফিনেশন (এইচডি) ম্যাপিং সামরিক বাহিনীকে দিয়েছে ইসরো।
পাক ভূখণ্ডের ৮ লক্ষ ৮০ হাজার বর্গকিলোমিটার মধ্যে সাত লক্ষ ৭০ হাজার বর্গকিলোমিটার ভারতের স্যাটেলাইট ম্যাপিং করতে পারে। শুধু তাই নয়, এটি সেনাবাহিনীকে যে কোনও লক্ষ্যবস্তুর ০.৬৫ মিটার হাই-রেজ্যুলিউশনের ছবি সরবরাহ করতে পারে। মঙ্গলবার ভোররাতে বালাকোটে বায়ুসেনার বিমান হামলার আগে ওই এলাকার সম্পর্কে যাবতীয় স্যাটেলাইট তথ্য সামরিক বাহিনীকে দেওয়া হয়েছিল।