ভারতরত্ন পাওয়ার যোগ্য হয়ে উঠলেন রবার্ট বঢরা, কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি: স্ত্রী প্রিঙ্কাকে রাজনীতির মঞ্চে তুলে রবার্ট বঢরা জানিয়ে দিয়েছিলেন, যতদিন না তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিস্পত্তি হচ্ছে, ততদিন পর্যন্ত তিনি সক্রিয় রাজনীতিতেও যোগ দেবেন না৷ অর্থ জালিয়াতির মামলায় অভিযুক্ত রবার্ট বঢরাকে ইতিমধ্যেই একাধিকবার জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ এবার রবার্টের এই মন্তব্যকে কেন্দ্র করেই মাঠে নামল বিজেপি৷ রবার্টের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার

ভারতরত্ন পাওয়ার যোগ্য হয়ে উঠলেন রবার্ট বঢরা, কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি: স্ত্রী প্রিঙ্কাকে রাজনীতির মঞ্চে তুলে রবার্ট বঢরা জানিয়ে দিয়েছিলেন, যতদিন না তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিস্পত্তি হচ্ছে, ততদিন পর্যন্ত তিনি সক্রিয় রাজনীতিতেও যোগ দেবেন না৷  অর্থ জালিয়াতির মামলায় অভিযুক্ত রবার্ট বঢরাকে ইতিমধ্যেই একাধিকবার জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ এবার রবার্টের এই মন্তব্যকে কেন্দ্র করেই মাঠে নামল বিজেপি৷

রবার্টের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার ফের একটি টুইট করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হল, ‘‘হ্যাঁ। রবার্ট বঢরা সত্যিই সৎ। আপনি যে লুঠ করেছেন, সেই সত্যটা মেনে নেওয়ার জন্য ধন্যবাদ৷ আপনার পরিবারের কোটা অনুযায়ী, এবার আপনি ভারতরত্ন পাওয়ার যোগ্য হয়ে উঠলেন৷!’’

গতকাল রবার্ট বলেছিলেন, “আমি তো তাও এই দেশে রয়েছি। কিন্তু, এমন অনেক মানুষও রয়েছে, যারা দেশকে পুরো লুঠ করে নিয়ে তারপর পালিয়ে গিয়েছে। তাদের কী হবে? আমি কিন্তু সবসময়ই এই দেশেই থাকব। আমি দেশ ছাড়ব না এবং যতদিন না আমার নাম এই মামলা থেকে উঠে যাচ্ছে ততদিন সক্রিয় রাজনীতিতে যোগও দেব না৷” এই মন্তব্যের পরই তাঁকে এই আক্রমণ করা হয় বিজেপির তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + two =