bharat pe
নয়াদিল্লি: একই ডিভাইসে সবরকম পেমেন্টের সুবিধা দিচ্ছে দেশের সবথেকে বড় ফিনটেক সংস্থা ভারত পে। চালু হলো ‘BharatPe One’।
ব্যবসায়ীদের পেমেন্ট নেওয়ার জন্য এবার আর বেশি ঝামেলা পোয়াতে হবে না। খুব সহজেই বিভিন্ন রকম পেমেন্ট একই ডিভাইসের মাধ্যমে হয়ে যাবে। অনেক সমস্যার একটাই সমাধান হবে ভারত পে’র এই নতুন যন্ত্রে। অল ইন ওয়ান এই পেমেন্ট প্রোডাক্টে থাকছে POS মানে Point of Sale, QR Code এবং স্পিকার। একটা ডিভাইসেই এবার তিনটি পরিষেবা কাজ করবে।
এতে থাকছে একটা হাই ডেফিনিশন টাচস্ক্রিন ডিসপ্লে, ৪জি এবং ওয়াইফাই কানেক্টিভিটি এবং অত্যাধুনিক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। একইসঙ্গে দুরন্ত পারফরম্যান্স ও নিরাপত্তা বেষ্টনীও রয়েছে। ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, পোর্টেবল ডিজাইন, কম্প্রিহেনসিভ ট্রানসাকশান ড্যাশবোর্ড, সব মিলিয়ে অফলাইন ব্যবসায়ীদের সমস্ত রকম সুবিধে দিতে চলেছে ভারত পে ওয়ান।
সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে যে, দেশের প্রায় ১০০টির মত শহরে এই BharatPe One যন্ত্র লঞ্চ করার চেষ্টা করা হবে প্রথম পর্যায়ে। আর তারপর ৬ মাসের মধ্যেই দেশের আরও ৪৫০টি শহরে এই যন্ত্র ছড়িয়ে দেওয়ার কাজ করা হবে ভারত পে-র তরফে।