আজ থেকে শুরু হচ্ছে কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল, সুখবরের অপেক্ষায় দেশ

আজ থেকে শুরু হচ্ছে কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল, সুখবরের অপেক্ষায় দেশ

নয়াদিল্লি:  ভারতে করোনা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ২৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে আজ থেকেই পাটনার এইমসে করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল শুরু হবে বলে জানা গিয়েছে। হায়দরাবাদের বায়োটেকের সঙ্গে আইসিএমআরের যৌথ উদ্যোগে কোভ্যাক্সিন তৈরি করা হয়েছে। কোভ্যাক্সিন ভারতের প্রথম করোনা ভ্যাকসিন যার হিউম্যান ট্রায়াল শুরু হচ্ছে।

ভারতে মোট ১২টি হাসপাতালে কোভ্যাক্সিনের পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।  মানুষের শরীরে টিকা দেওয়ার আগে বহুবার ল্যাবরেটরিতে সেফটি ট্রায়াল করে দেখে নেওয়া হচ্ছে। পরীক্ষা শুরু হওয়ার প্রথম দু’সপ্তাহের পর প্রথম ও দ্বিতীয় পর্যায় শেষ হবে৷ এরপর শুরু হবে মানবদেহে ভ্যাকসিন কী প্রতিক্রিয়া দেখাচ্ছে, তার পর্যবেক্ষণ৷ এইমসের তরফে জানানো হয়েছে, ভ্যাকসিনের পরীক্ষামূলক  প্রয়োগের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে৷ বেশ কিছু মানুষ করোনা ভ্যাকসিনে পরীক্ষামূলক প্রয়োগের জন্য স্বেচ্ছাসেবী হওয়ার আবেদন করেছেন৷ কিন্তু সমস্ত  স্বেচ্ছাসেবীকে আগে পরীক্ষা করা হবে, দেখা হবে ভ্যাকসিন পরীক্ষার জন্য উপযুক্ত কি না, তারপরেই করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন তাঁরা নিতে পারবেন৷

ভারতে বায়োটেকের টিকা পরীক্ষার জন্য প্রথম পর্যায়ে নেওয়া ৩০০ জনকে। দ্বিতীয় পর্যায়ের জন্য নেওয়া হয়েছে ৭০০ জনকে। সুস্থ ও প্রাপ্ত বয়স্ক, যাদের কোভিডড বা অন্যান্য উপসর্গ নেই, তাদেরকেই এই পরীক্ষায় আনা হবে। তবে করোনা ভ্যকসিন পরীক্ষায় সবাই প্রাপ্তবয়স্ক হবে বলে জানানো হয়েছে। ২৮ দিন টিকার প্রভাব লক্ষ করে রিপোর্ট দেওয়া হবে ড্রাগ কন্ট্রোল অথরিটিকে বলেই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *