বিদায় বসুন্ধরা! রাজস্থানে মুখ্যমন্ত্রী হিসাবে এক ব্রাহ্মণ নেতাকে বেছে নিলেন মোদী-শাহ

বিদায় বসুন্ধরা! রাজস্থানে মুখ্যমন্ত্রী হিসাবে এক ব্রাহ্মণ নেতাকে বেছে নিলেন মোদী-শাহ

জয়পুর: ছত্তীসগঢ়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংহ, মধ্যপ্রদেশে বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ‘ছেঁটে’ ফেলার পর রাজস্থানের ভবিষ্যৎ নিয়েও ইঙ্গিত মিলছিল৷ ৭০ বছরের রানিমা বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে যে আর রাজস্থানের মুখ্যমন্ত্রী করা হবে না, তা বেশ ভালই বোঝা যাচ্ছিল। অবশেষে জল্পনার অবসান ঘটল৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের জমানায় ইতি টেনে নতুন মুখের উপরেই আস্থা রাখল বিজেপি হাইকমান্ড। মঙ্গলবার জয়পুরের সর্দার প্যাটেল মার্গে বিজেপির রাজ্য দফতরে সদ্যজয়ী দলীয় বিধায়কেদের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হল৷ কুর্সি তুলে দেওয়া হল রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা ব্রাহ্মণ নেতা ভজনলাল শর্মার হাতে৷ তাৎপর্যপূর্ণ ভাবে এ বারেই প্রথম বিধানসভা ভোটে জিতে বিধায়ক হয়েছেন ভজনলাল৷ 

একই সঙ্গে এদিন রাজস্থানের দুই উপমুখ্যমন্ত্রীকেও বেছে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা রাজকন্যা দিয়া কুমারীকে উপমুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়াও প্রেমচাঁদ বেরোয়াকেও এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *