নয়াদিল্লি: প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর পরিবারের অনুরোধে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। নিকট আত্মীয়দের সঙ্গে নিয়ে সাদামাটা ভাবেই বৃহস্পতিবার বিয়ে সারেন ৪৮ বছরের এই আপ নেতা৷ গাঁটছড়া বাঁধেন হরিয়ানার কুরুক্ষেত্রের সাধারণ শিখ পরিবারের মেয়ে ৩২ বছরের গুরপ্রীত কৌরের সঙ্গে। গুরপ্রীত অবশ্য পেশায় একজন চিকিৎসক৷ তবে স্ত্রীর সঙ্গে তাঁর বয়সের ফারাক ১৬ বছরের৷ যা দেখে অনেকেই বাঁকা চোখে তাকাচ্ছে। তবে কমবয়সি তরুণীর সঙ্গে রাজনীতিকদের বিয়ের উদাহরণ ভারতীয় রাজনীতিতে কম নেই। আন্তর্জাতিক রাজনীতিতেও এমন উদাহরণ রয়েছে গুচ্ছ গুচ্ছ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কিংবা মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন- গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
বরিস জনসন ও ক্যারি সাইমন্ডস- দীর্ঘ দিন লিভইন রিলেশনে থাকার পর গত বছরেই ক্যারি সাইমন্ডসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ৫৭ বছরের বরিস আংটি বদল করেন ৩২ বছরের ক্যারির সঙ্গে। তাঁদের মধ্যে বয়সের ফারাক ২৪ বছর৷ যা নিয়ে ব্রিটিশ ট্যাবলয়েডেও প্রচুর সমালোচনা হয়৷
ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিজিত ট্রগনিউক্স- ইমানুয়েল-ব্রিজিতের অসম বয়সের প্রেম নিয়েও কম ব্যঙ্গবিদ্রুপ-মশকরা হয়নি। ২০০৭ সালে তিন সন্তানের মা ট্রগনিউক্সকে বিয়ে করেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ৷ সেই সময় তাঁদের এই অসম সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে বিস্তর বিতর্ক হয়৷ কারণ, দু’জনের বয়সের ব্যবধান ছল ২৫ বছরের৷ তাঁর সম্পর্ক নিয়ে চারিদিকে যখন মশকরা চলছে, তখন ম্যাক্রোঁকে বরাবরই ১৫ বছরের এক কিশোরের সঙ্গে ৪০ বছরের শিক্ষিকার প্রেমের গল্প ফলাও করে বলতে শোনা গিয়েছিল৷
ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া- ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের বয়সের ফারাকও প্রায় ২৪ বছর। ১৯৯৮ সালে টাইমস স্কোয়ারের নাইটক্লাবে একটি ফ্যাশন পার্টিতে দেখা হয়েছিল তাঁদের। এক বছর ডেটিংয়ের পর নিজেদের সম্পর্ক প্রকাশ্যে এনেছিলেন তাঁরা৷ ২০০৫ সালে মেলানিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।
ভারতীয় রাজনীতিতেও এমন উদাহরণ রয়েছে৷ নিজের চেয়ে ২৭ বছরের ছোট অভিনেত্রী রাধিকা কুট্টির সঙ্গে সাত পাকে ঘুরেছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের স্ত্রী সাংবাদিক অমৃতা রাইও তাঁর চেয়ে প্রায় ২৫ বছরের ছোট৷ তাঁদের সম্পর্ক নিয়েও এক সময় বিস্তর বিতর্ক হয়েছিল৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>