নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে হিংসার অভিযোগ তুলে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সোমবার একের পর এক ট্যুইটে প্রথমে মায়াবতী এবং পরে তৃণমূল সুপ্রিমোকে নিশানা করেন তিনি।
Mamata Didi – Democracy has become a casualty in Bengal. Opposition workers are murdered, candidates are attacked, polling booths are captured and Opposition leaders are not entitled to organise rallies.
— Chowkidar Arun Jaitley (@arunjaitley) May 13, 2019
জেটলি লিখেছেন, ‘মমতা দিদি- বাংলায় গণতন্ত্র খুনোখুনির বিষয় হয়ে উঠেছে। বিরোধী দলের কর্মীদের খুন করা হয়েছে, প্রার্থীরা আক্রান্ত হয়েছেন, পোলিং বুথ দখল করেছে এবং বিরোধী নেতাদের মিটিং-মিছিল করতে দেওয়া হচ্ছে না।’ তৃণমূলের পাশাপাশি বামেরা এই পরিস্থিতি নিয়ে চুপ কেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি।