যুদ্ধের অনুশীলনের সময় বিপত্তি, ট্যাঙ্কের ব্যারেল ফেটে নিহত বাঙালি সেনা

যুদ্ধের অনুশীলনের সময় বিপত্তি, ট্যাঙ্কের ব্যারেল ফেটে নিহত বাঙালি সেনা

ঝাঁসি: একটি মাঠে ট্যাঙ্কে যুদ্ধের অনুশীলন চলছিল। ঠিক সেই সময়ে টি-৯০ ট্যাঙ্কের ব্যারেল ফেটে যায়। আর এই ঘটনাতে মৃত্যু হয়েছে ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মীর। তাদের মধ্যে একজন বাঙালি, নদিয়া পলাশিপাড়া থানার হাঁসপুকুরিয়ার বাসিন্দা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসির কাছে একটি মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে।

আরও পড়ুন- সবাই যেন মিষ্টি থাকে, বিজয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, বাঙালি মৃত সেনা কর্মীর নাম সুকান্ত মণ্ডল। ২০২০ সালে ভারতীয় সেনায় নিযুক্ত হয়েছিলেন তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত ঝাঁসির ববিনা ৫৫ আরমার্ড রেজিমেন্টে নিযুক্ত ছিলেন সুকান্ত। তাঁর সঙ্গেই ৫৫ আরমার্ড রেজিমেন্টে নিযুক্ত থাকা অন্য এক বাঙালি সেনা কর্মী সুমন্ত মণ্ডলকে সেনার তরফে নির্দেশ দেওয়া হয়েছিল সুকান্তর বাড়িতে খবর দিতে। তিনি সেই খবর জানালে ভেঙে পড়ে সুকান্তর পরিবার। এই মাসের ১৩ তারিখ বাড়ি আসার কথা ছিল সুকান্তর। কিন্তু এখন তিনি আসবেন তবে কফিনবন্দি হয়ে। এই বিষয়টি মানতে পারছেন না কেউই।

সেনার তরফে এক বিবৃতি দিয়ে জানান হয়েছে, গত ৬ অক্টোবর বাবিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জে বার্ষিক গুলি চালানোর অনুশীলনের সময় একটি ট্যাঙ্কের ব্যারেল ফেটে গিয়েছিল। সেই ঘটনায় তিনজন সেনা কর্মী গুরুতর আহত হয়েছিলেন। সকলকেই প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছিল। পরে ট্যাঙ্কের কমান্ডার এবং বন্দুকধারী কর্মীর প্রয়াণ ঘটে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *