দয়া নয়, গায়ে খেটে খাবার-আশ্রয়ের প্রতিদান দিচ্ছেন বাংলার শ্রমিকরা

দয়া নয়, গায়ে খেটে খাবার-আশ্রয়ের প্রতিদান দিচ্ছেন বাংলার শ্রমিকরা

জয়পুর: না, দয়া নয়৷ হোক পরিশ্রমের বিনিময়৷ গায়ে খেটে স্কুল বাড়ি রং করে করে খাবার ও আশ্রয় দেওয়ার প্রতিদান দিচ্ছেন ভিন্ রাজ্যে আটকে যাওয়া বাংলার শ্রমিকরা৷ বিপদের দিনে দু’মুঠো খাবার ও মাথা গোঁজার আশ্রয় দেওয়ার সৌজন্য হিসাবে রাজস্থানে আটকে পড়া শ্রমিকরা করছেন স্কুলবাড়ি রং করার কাজ৷

দীর্ঘ লকডাউনের জেরে দেশের নানান প্রান্তে আটকে পড়েছেন বাংলার কয়েক হাজার শ্রমিক৷ বহু ক্ষেত্রে দু’বেলা দু’মুঠো খাবার জুটছে না শ্রমিকদের৷ তবুও, বরাত জোরে রাজস্থানের সিকার জেলায় অনন্য ঘটনার স্বাক্ষী থাকল গোটা দেশ৷ সেখানে আটকে যাওয়া শ্রমিকদের জন্য দু’টি স্কুলে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ বন্দোবস্ত করেছে স্থানীয় প্রশাসন৷

কিন্তু, প্রশাসনের তরফে থাকা খাওয়ার ব্যবস্থা হওয়ায় কৃতজ্ঞতাও জানাতে ভোলেননি বাংলার শ্রমিকরা৷ যে স্কুলবাড়িতে তাঁদের রাখা হয়েছে, সেই স্কুল রং করার কাজে হাত বাড়িয়ে দিলেন শ্রমিকরা৷ প্রশাসন থাকা খাওয়া দিচ্ছে, তার প্রতিদান হিসাবে গত ২৬ দিন ধরে দু’টি বাড়ি রং করছেন বাংলাসহ বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশের শ্রমিকরা৷ ওই কোয়ারেন্টাইনে রয়েছেন অন্তত ৫৪ জন পরিযায়ী শ্রমিক৷ শুধু স্কুলবাড়ি রং করাই নয়, স্কুলের মাঠ থেকে বাগান পরিচর্যা, সাজিয়েগুছিয়ে রেখেছেন তাঁরা৷ -প্রতীকী ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *