ভূমি পুজোর আগে অযোধ্যায় পৌঁছল বাংলার পবিত্র মাটি ও জল

ভূমি পুজোর আগে অযোধ্যায় পৌঁছল বাংলার পবিত্র মাটি ও জল

 

কলকাতা: আগামী বুধবার, ৫ অগাস্ট অযোধ্যায় স্থাপিত হবে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর৷ ভূমি পুজোর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে৷ সেই অনুষ্ঠান উপলক্ষ্যেই অযোধ্যার পৌঁছল বাংলার বিভিন্ন দেবস্থানের পবিত্র মাটি ও জল৷ 

আরও পড়ুন- অনুমতি ছাড়া করা যাবে না তথ্যচিত্র-ওয়েব সিরিজ, নয়া নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রকের

গত ১৫ দিন ধরে বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি)-এর স্বেচ্ছাসেবীরা গঙ্গাসাগর, কালীঘাট, দক্ষিণেশ্বর, নবদ্বীপ, ত্রিবেণী সঙ্গম, কলকাতার ভূতনাথ মন্দির সহ ১২টি ধর্মীয়স্থান থেকে পবিত্র মাটি ও জল সংগ্রহ করেছেন৷ এর আগে ভিএইচপি’র সদস্যরা জানিয়েছিলেন, অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের আগে সারা দেশের বিভিন্ন নদীর হাজারটিরও বেশি পবিত্র ঘাট ও দেবস্থানের মাটি অযোধ্যায় পাঠানো হবে৷ বৃহস্পতিবার বাংলার দেবস্থানের পবিত্র মাটি ও জল নিয়ে অযোধ্যায় পৌঁছন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা৷ ৫ অগাস্ট ভিত্তি প্রস্তর স্থাপনের সময় এই মাটি ও জল ব্যবহার করা হবে৷ 

আরও পড়ুন- অনলাইনে ক্লাস করতে রোজ পাহাড়ে চড়া স্কুল-ছাত্রকে কুর্নিশ জানালেন সেওয়াগ

ভিএইচপি নেতা তথা সংগঠনের বাংলার মিডিয়া ইনচার্জ সৌরিশ মুখোপাধ্যায় বলেন, ‘‘নদীয়ার নবদ্বীপ ও মায়াপুর, দক্ষিণেশ্বর, বীরভূমের জয়দেব কেন্দুলি, হুগলীর ত্রিবেণী এবং কালিঘাটের মতো ধর্মীয় স্থান থেকে মাটি ও জল সংগ্রহ করা হয়েছে৷ মাটি ও জল নিয়ে অযোধ্যায় পৌঁছে গিয়েছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা৷’’ রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের পুজোয় অংশ নেবেন দক্ষিণবঙ্গের ২০ জন পুরোহিত৷ পুজো উপলক্ষে বাংলায় সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন বঙ্গ বিজেপি নেতারা৷ 

আরও পড়ুন- রাফাল গর্জনে কাঁপছে পাকিস্তান, বাড়তি সামরিক শক্তি বাড়ানোর দাবি ইসলামাবাদের

বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠান চলবে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত। প্রধানমন্ত্রীর হাতে রাম মন্দিরের শিলান্যাস পর্ব দূরদর্শনে দেখানো হবে। ওই দিন টিভির পর্দায় সরাসরি সম্প্রচার দেখার জন্য পাড়ায় পাড়ায় প্রচারও চালাচ্ছে পরিষদ। সংগঠনের তরফে জানানো হয়েছে ৫ অগাস্ট সন্ধ্যায় প্রতিটি বাড়িতে রামের উপাসনা করার আর্জি জানানো হয়েছে৷ প্রদীপ জ্বালিয়ে ওই সন্ধ্যায় দীপাবলি পালন করা হবে। সঙ্গে উচ্চারিত হবে বিজয় মহামন্ত্র। 

আরও পড়ুন- সরকারি সুবিধা ছাড়াই ৬০ দিনে ১৪৫ ফুট দীর্ঘ সেতু গড়লেন ৩ গ্রামের মানুষ

জানা গিয়েছে ওই দিন বিজেপি’র বেশকিছু উচ্চপদস্থ নেতা সহ রাম-জন্মভূমি আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সব মলিয়ে অনুষ্ঠানে প্রায় ২০০ জন উপস্থিত থাকতে পারেন৷ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠান পালন করা হবে৷ অনুষ্ঠানে যথেষ্ট কড়াকড়ি থাকছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + nine =