বাংলার রেল প্রকল্পে টাকার অভাব? বড় ঘোষণা রেলমন্ত্রীর

বাংলার রেল প্রকল্পে টাকার অভাব? বড় ঘোষণা রেলমন্ত্রীর

কলকাতা: টাকার জন্য রাজ্যের কোন রেল প্রকল্পআটকে থাকবে না। বৃহস্পতিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্বের যাত্রা পথের উদ্বোধন করে একথা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এব্যপারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। তবে শর্ত একটাই। রাজ্য সরকারকে প্রকল্পের প্রযোজনীয় জমি আগেই বুঝিয়ে দিতে হবে।  

ইস্ট ওযেষ্ট মেট্রো প্রকল্প বিলম্বিত হওযার জন্য়  প্রচ্ছন্নে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন রেলমন্ত্রী। তিনি বলেন, ‘রাজ্য সরকার মেট্রোর রুট বদলাতে চাওয়ায় ৩ বছর কাজ আটকে ছিল। তাতে খরচ বেড়েছে।’ এর পর রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, যে কোনও প্রকল্পে রাজ্য সরকার জমি অধিগ্রহণ-সহ অন্যান্য সমস্যা মিটিয়ে দিলে প্রকল্পের জন্য টাকা বাধা হবে না। যত টাকা লাগে দেবে কেন্দ্রীয় সরকার।সল্টলেকের সেক্টর ফাইভ থেকে হাওড়া পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের ১৬ কিলোমিটার এর যাত্রা পথ আগামী দু'বছরের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল ।কলকাতায় আজ প্রকল্পের প্রথম পর্যায়ের সেক্টর ফাইভ থেকে বিধান নগর স্টেডিয়াম পর্যন্ত যাত্রা পথের সূচনা করে রেলমন্ত্রী একথা জানান।

তিনি বলেন এ বছর পুজোর আগেই ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে। রাজ্য সরকারের সহায়তায় জমি অধিগ্রহণ সহ স্থানীয় সমস্যাগুলি মিটে গেলে অন্য তিন মেট্রো প্রকল্পের কাজ দ্রুত শেষ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। মন্ত্রী বলেন কলকাতা মেট্রো রেল সম্প্রসারণ কে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী অর্থ বছরের বাজেটে কলকাতা মেট্রোর জন্য ৯০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বিলম্বের জন্য তিনি পরোক্ষে রাজ্য সরকারকেই দায়ী করেছেন। রাজ্যে রেলের প্রকল্পগুলিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রাখার জন্য রেলমন্ত্রী এ রাজ্য থেকে নির্বাচিত সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কে দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প এ রাজ্যে চালু না হওয়ার জন্য রেলমন্ত্রী নাম না করে রাজ্য সরকারের সমালোচনা করেন।

কেন্দ্রীয় বন ও পরিবেশ দপ্তরের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের যাত্রা শুরুর অনুষ্ঠানে রাজ্য সরকারের কোন প্রতিনিধি উপস্থিত না থাকায় দুঃখ প্রকাশ করেন। মেট্রো সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে সেক্টর ফাইভ স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করবে। ৫.‌৮ কিলোমিটার এই পথে ৬ টি স্টেশন রয়েছে। করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল স্টেশনের ওপর দিয়ে ছুটবে মেট্রো। আপাতত ২০ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রোর পরিষেবা। ভাড়া ৫ টাকা ১০ টাকা। এদিন বিকেল ছটা ১৮ মিনিটে রেলমন্ত্রী পতাকা নাড়িয়ে প্রথম ট্রেনটির যাত্রা শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *