Shah Governo
নয়াদিল্লি: সোমবার দীর্ঘ জটিলতা শেষে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে ১০০ দিনের কাজের বকেয়া টাকা এবং সেই সংক্রান্ত কিছু সমস্যার কথা উল্লেখ করে স্মারকলিপি জমা দিয়েছে তৃণমূল। রাজ্যপালও তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে দিল্লি গিয়েছেন গতকালই। মঙ্গলবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে খবর। গতকাল তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরেই দিল্লি রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর আজই অমিত শাহের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানা গিয়েছে। (Shah Governo)
তৃণমূলের সঙ্গে বৈঠকের পর রাজভবনের তরফে বিবৃতি দেওয়া হয়। রাজ্যপাল জানান, তিনি ধৈর্য ধরে সব বক্তব্য শুনেছেন। আশ্বাস দিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন। সেই প্রেক্ষিতে আজকের তাঁর এবং স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক ভীষণ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মালুম পাওয়া যায়। যদিও বিশ্লেষকদের একাংশের ধারনা, রাজভবনের বাইরে ১৪৪ ধারা মোতায়েন থাকার পরও তৃণমূল যে ধর্না করেছে তা নিয়েও রাজ্যপাল অমিত শাহকে রিপোর্ট দিতে পারেন। এছাড়া তৃণমূলের দাবি নিয়ে আলোচনা হতে পারে। এখন এই বৈঠকের নির্যাস কী বেরিয়ে আসে, তার দিকে তাকিয়ে বাংলা।
গতকাল বিকেল ৪টে নাগাদ রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৩০ জন প্রতিনিধির একটি দলের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। সেই বৈঠকে ২০ লক্ষেরও বেশি চিঠি নিয়ে যাওয়া হয়েছিল। সঙ্গে ছিলেন সাত জন বঞ্চিত বা ভুক্তভোগী, অর্থাৎ যাঁরা ১০০ দিনের কাজ করেও টাকা পাননি, তাঁদের পরিবারের সদস্য আর দলের নেতারা। তৃণমূল এবং রাজভবন দুই তরফেই এই বৈঠককে ইতিবাচক বলা হয়েছে।