আধুনিক হতে গিয়ে বদলে যাচ্ছে দূরদর্শন

নয়াদিল্লি: আধুনিকীকরণ হবে। তাই বদলে যাচ্ছে দূরদর্শনের চিরপরিচিত লোগো। ২০১৭ সালের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে সারা দেশজুড়ে নতুন লোগো তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১০ হাজারের বেশি নতুন লোগোর নকশা প্রসার ভারতীর দপ্তরে জমা পড়ে। সেখান থেকেই পাঁচটি চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছে বলে জানান প্রসার ভারতীর সিইও শশী শেখর। মঙ্গলবার দূরদর্শনের ট্যুইটার অ্যকাউন্টে

d30439582e9f5544beb5cd5e80851147

আধুনিক হতে গিয়ে বদলে যাচ্ছে দূরদর্শন

নয়াদিল্লি: আধুনিকীকরণ হবে। তাই বদলে যাচ্ছে দূরদর্শনের চিরপরিচিত লোগো। ২০১৭ সালের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে সারা দেশজুড়ে নতুন লোগো তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১০ হাজারের বেশি নতুন লোগোর নকশা প্রসার ভারতীর দপ্তরে জমা পড়ে।

সেখান থেকেই পাঁচটি চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছে বলে জানান প্রসার ভারতীর সিইও শশী শেখর। মঙ্গলবার দূরদর্শনের ট্যুইটার অ্যকাউন্টে পাঁচটি লোগো আত্মপ্রকাশ করে। প্রসার ভারতী বিবৃতি দিয়ে জানিয়েছে, দীর্ঘ কয়েক বছরের নস্টালজিয়া থেকে অনুপ্রাণিত হয়েই দেশের যুব সম্প্রদায়ের কাছ থেকে নতুন লোগোর নকশা তৈরির আহ্বান জানানো হয়েছিল।

নতুন লোগো দূরদর্শন ব্র্যান্ডের নস্টালজিয়াকে ধরে রাখবে। পাশাপাশি, নতুন যুগের ভারত প্রতিফলিত হবে। যে পাঁচজনের লোগো চূড়ান্ত পর্যায়ের জন্য বাছা হয়েছে, তাঁরা এক লক্ষ টাকা করে পুরস্কার পাবেন। নতুন লোগো কবে থেকে কার্যকর হবে, তা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *