রূপান্তরকামীদের ভিক্ষাবৃত্তি কি অপরাধ? বিল কেন্দ্রের

নয়াদিল্লি: রূপান্তরকামীরা ভিক্ষাবৃত্তি করলে, তা অপরাধ হিসেবে গণ্য হবে৷ গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হওয়া ট্রান্সজেন্ডার বিল ২০১৯-এ এমনই প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্তু, বিষয়টি নিয়ে রূপান্তরকামী সমাজের তরফে তীব্র প্রতিক্রিয়া তৈরি হওয়ায় এবার সেই প্রস্তাব থেকে সরে এল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিল থেকে ওই বিষয়টি সরিয়ে দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে রূপান্তরকামী হিসেবে

596e424b5734fb8d212bd8f6194384a0

রূপান্তরকামীদের ভিক্ষাবৃত্তি কি অপরাধ? বিল কেন্দ্রের

নয়াদিল্লি: রূপান্তরকামীরা ভিক্ষাবৃত্তি করলে, তা অপরাধ হিসেবে গণ্য হবে৷ গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হওয়া ট্রান্সজেন্ডার বিল ২০১৯-এ এমনই প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্তু, বিষয়টি নিয়ে রূপান্তরকামী সমাজের তরফে তীব্র প্রতিক্রিয়া তৈরি হওয়ায় এবার সেই প্রস্তাব থেকে সরে এল কেন্দ্রীয় সরকার৷

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিল থেকে ওই বিষয়টি সরিয়ে দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে রূপান্তরকামী হিসেবে স্বীকৃতি পেতে জেলা স্ক্রিনিং কমিটির সামনে পরীক্ষার জন্য হাজির হওয়ার যে প্রস্তাব ওই বিলে দেওয়া হয়েছিল, সেটাও আর থাকছে না বলেই জানিয়েছে সরকার৷ স্বাভাবিকভাবেই সরকারের এই ঘোষণা স্বস্তির নিশ্বাস ফেলেছে রূপান্তরকামী সমাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *