শুরুর আগে মহাজোটে ধাক্কা! জোটের পথে পা বাড়িয়ে হাত গোটাল কংগ্রেস

নয়াদিল্লি: জল্পনায় জল ঢেলে আম আদমী পার্টির সঙ্গে জোটে যাচ্ছে না কংগ্রেস৷ দিল্লি কংগ্রেসের সভাপতি ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত জানিয়ে দিয়েছেন, রাজধানীতে বিজেপি বিরোধী জোট হচ্ছে না। জোট না হওয়ার নেপথ্যে বেশ কয়েকটি কারণ আছে বলে মনে করা হচ্ছে। এর আগে দিল্লির সাতটি আসনের মধ্যে একটি বাকি রেখে বাকি ছ’টির জন্য প্রার্থী ঘোষণা

শুরুর আগে মহাজোটে ধাক্কা! জোটের পথে পা বাড়িয়ে হাত গোটাল কংগ্রেস

নয়াদিল্লি: জল্পনায় জল ঢেলে আম আদমী পার্টির সঙ্গে জোটে যাচ্ছে না কংগ্রেস৷ দিল্লি কংগ্রেসের সভাপতি ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত জানিয়ে দিয়েছেন, রাজধানীতে বিজেপি বিরোধী জোট হচ্ছে না। জোট না হওয়ার নেপথ্যে বেশ কয়েকটি কারণ আছে বলে মনে করা হচ্ছে।

এর আগে দিল্লির সাতটি আসনের মধ্যে একটি বাকি রেখে বাকি ছ’টির জন্য প্রার্থী ঘোষণা করে দেয়। তবে তারপরও আলোচনা চলতে থাকে। আপ চায় দুটি আসন ছাড়তে রাজি হয়। কংগ্রেসের দাবি ছিল, তিনটি আসন ছাড়া হোক। আপত্তি তোলে আপ৷ শুধু দিল্লি, নয় পাঞ্জাবেও জোট চেয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল৷ কিন্তু, আসন সমঝোতা না হওয়ায় ভেস্তে যায় গোটা প্রক্রিয়া৷

২০১৪ সালের লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনেই জিতেছিল বিজেপি। আপ থেকে শুরু করে কংগ্রেস সমস্ত দলের ফলই বেশ খারাপ হয়। এক বছরের মধ্যেই বিধানসভা ভোটে ঘুরে দাঁড়ায় আপ। ৭০ আসনের বিধানসভার মধ্যে ৬৭টি দখল করে তারা। বিজেপি পায় মাত্র তিনটি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =