এর আগেও পাকিস্তানে বন্দি ভারতীয় পাইলটদের কী হাল করেছিল পাক সরকার?

নয়াদিল্লি: আকাশ পথে পাকিস্তানের হামলা প্রতিরোধ করতে গিয়ে মিগ-২১ যুদ্ধবিমানের পাইলট পাকিস্তানের হাতে বন্দি হয়েছেন বলে বুধবার বিদেশ মন্ত্রক সূত্রে মেনে নেওয়া হয়েছে। পাকিস্তানের হাতে ধৃত এই চালকের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে শঙ্কিত নয়াদিল্লির কর্তারা। কার্গিল যুদ্ধের সময়ও পাকিস্তানের হাতে ধরা পড়ে গিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার দুই চালক। তাঁদের মুক্তি ঘিরে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি

a3a31cf0e8e18f6b609be949e3fb9776

এর আগেও পাকিস্তানে বন্দি ভারতীয় পাইলটদের কী হাল করেছিল পাক সরকার?

নয়াদিল্লি: আকাশ পথে পাকিস্তানের হামলা প্রতিরোধ করতে গিয়ে মিগ-২১ যুদ্ধবিমানের পাইলট পাকিস্তানের হাতে বন্দি হয়েছেন বলে বুধবার বিদেশ মন্ত্রক সূত্রে মেনে নেওয়া হয়েছে। পাকিস্তানের হাতে ধৃত এই চালকের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে শঙ্কিত নয়াদিল্লির কর্তারা।

কার্গিল যুদ্ধের সময়ও পাকিস্তানের হাতে ধরা পড়ে গিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার দুই চালক। তাঁদের মুক্তি ঘিরে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় সীমায় ঢুকে পড়লেও স্কোয়াড্রন লিডার অজয় আহুজাকে আটক করে পাক সেনা। তাঁকে নৃশংসভাবে খুন করা হয়। অপরদিকে অনেক কূটনৈতিক টানাপোড়েনের পরে ভারতের হাতে ফ্লাইট লেফটেন্যান্ট কে নচিকেতাকে তুলে দেয় পাকিস্তান। অভিনন্দনের ক্ষেত্রে পাকিস্তান কোন অবস্থান নেবে, তার দিকে তাকিয়ে সাউথ ব্লক।

১৯৯৯ সালের ২৭ মে। কার্গিল যুদ্ধ তখন মধ্য গগনে। বাটালিক সেক্টরে শত্রু সেনার অবস্থানের ছবি তোলার জন্য পাঠানো হয় স্কোয়াড্রন লিডার অজয় আহুজাকে। বিমান নিয়ে তিনি রওনা হন। মাঝ আকাশে থাকা অবস্থায় তাঁকে জানানো হয় বিমানে ত্রুটি ধরা পড়ায় ফ্লাইট লেফটেন্যান্ট কে নচিকেতা অবতরণে বাধ্য হয়েছেন। তখনই আগের পরিকল্পনা পাল্টে নচিকেতাকে উদ্ধারের সিদ্ধান্ত নেন আহুজা। ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে তখন ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে পাক সেনা। সে কথাও জানানো হয় আহুজাকে। এই অবস্থায় তাঁর সঙ্গে থাকা আর একটি বিমানকে ভারতে ফিরে আসার নির্দেশ দেন তিনি। আর নিজে প্রাণের ঝুঁকি নিয়ে নচিকেতার সন্ধানে আকাশ পথে তল্লাশি শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *