অনুমতি ছাড়া করা যাবে না তথ্যচিত্র-ওয়েব সিরিজ, নয়া নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রকের

 

প্রতিরক্ষা মন্ত্রকের কাছে এই সংক্রান্ত কিছু অভিযোগ এসেছে যেখানে কোনো সেনার জীবনী  বা সেনাবাহিনীর উর্দিকে অবমাননা জনকভাবে ব্যবহারের বিরুদ্ধে জোরালো আপত্তি জানানো হয়েছে। এরপরেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নয়াদিল্লি: সেনাবাহিনীর জীবনী বা এই জাতীয় কোনও ছবি, তথ্যচিত্র বা ওয়েব সিরিজ সম্প্রচার করার আগে এবার থেকে প্রতিরক্ষা মন্ত্রকের নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) সংগ্রহ করতে হবে। সমস্ত প্রোডাকশন হাউসগুলিকে এবিষয়ে পরামর্শ দেওয়ার বিষয়টি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি), ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠি লিখে জানালো দেশের প্রতিরক্ষা মন্ত্রক।

প্রতিরক্ষা মন্ত্রকের কাছে এই সংক্রান্ত কিছু অভিযোগ এসেছে যেখানে কোনো সেনার জীবনী  উবা সেনাবাহিনীর উর্দিকে অবমাননা জনকভাবে ব্যবহারের বিরুদ্ধে জোরালো আপত্তি জানানো হয়েছে। এরপরেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি প্রকাশিত একটি ওয়েব সিরিজে সেনাবাহিনী সম্পর্কিত দৃশ্যগুলির বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেখানে সশস্ত্র বাহিনীর একটি বিকৃত চিত্র উপস্থাপন করেছে। 

যেমন জি ফাইভের 'কোড এম, এএলটি বালাজি এক্স এক্স এক্স আনসেন্সরড' (সিজন-২) এর মত  ওয়েব সিরিজ। পিটিআই সূত্র আরও জানা গেছে যে এই সংক্রান্ত তথ্যগুলি, তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে বিবেচনার জন্য। প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তি বিকৃত করে এবং প্রতিরক্ষা কর্মী এবং প্রবীণদের মনোভাবকে আঘাত করে এমন ঘটনা কমাতে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) যোগাযোগ করা হয়েছে বলে তারা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *