শপথ দেওয়ার আগেই রাম মন্দির অস্বস্তি মোদির

উদয়পুর: দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। তাঁর শপথগ্রহণের আগেই ফের রামমন্দির গড়ার দাবি তুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। জোর গলায় জানালেন, ‘রামের কাজ করতে হবে, এবং রামের কাজ শেষ করেই ছাড়ব।’ সোমবার রাজস্থানের উদয়পুরে ‘সঙ্ঘ শিক্ষা সেবা’ প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একথা জানিয়েছেন তিনি। প্রশিক্ষণ শিবির উপলক্ষে গত শুক্রবার থেকে উদয়পুরে

187f80d33be16a28bea886cd9cd8cd9a

শপথ দেওয়ার আগেই রাম মন্দির অস্বস্তি মোদির

উদয়পুর: দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। তাঁর শপথগ্রহণের আগেই ফের রামমন্দির গড়ার দাবি তুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। জোর গলায় জানালেন, ‘রামের কাজ করতে হবে, এবং রামের কাজ শেষ করেই ছাড়ব।’

সোমবার রাজস্থানের উদয়পুরে ‘সঙ্ঘ শিক্ষা সেবা’ প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একথা জানিয়েছেন তিনি। প্রশিক্ষণ শিবির উপলক্ষে গত শুক্রবার থেকে উদয়পুরে ছিলেন আরএসএস প্রধান। সেখানে অধিকাংশ বক্তাই অযোধ্যায় বাবরি মসজিদের বিতর্কিত জমিতে রামমন্দির গড়ার কথা তুলে ধরেছেন বলে জানা গিয়েছে। যদিও, বিষয়টি এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *